বাবা হলেন ‘জোকার’খ্যাত হোয়াকিন ফিনিক্স
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/28/joaquin-phoenix-with-wife.jpg)
অস্কারজয়ী মার্কিন অভিনেতা, প্রযোজক ও সমাজকর্মী হোয়াকিন ফিনিক্স পুত্রসন্তানের বাবা হয়েছেন। আর সেই পুত্রসন্তানের নাম রেখেছেন প্রয়াত ভাই ‘রিভার’-এর নামে।
রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা ভিক্টর কোসাকোভস্কির বরাতে এমন খবর প্রকাশ করেছে ফিক্স ১৩, বাজফিডসহ একাধিক মার্কিন গণমাধ্যম।
গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, হোয়াকিন ফিনিক্স ও রুনি মারা দম্পতি নিজেদের পারিবারিক বিষয় নিয়ে মুখ খুলতে চান না। তাই নিজেদের প্রথম সন্তানের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা ভিক্টর কোসাকোভস্কি সম্প্রতি এক প্রশ্নোত্তরপর্বে এই তারকা দম্পতির সন্তানের খবর প্রকাশ করেছেন।
জানা গেছে, হোয়াকিন ফিনিক্সের ভাই রিভার ফিনিক্স মাত্র ২৩ বছর বয়সে মারা গিয়েছিলেন। আর তাঁর স্মরণেই নিজের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘জোকার’খ্যাত এই অভিনেতা। তবে ফিনিক্স ও রুনি মারা দম্পতি সঠিক কবে মা-বাবা হয়েছেন, সে তথ্য প্রকাশ করেনি মার্কিন গণমাধ্যমগুলো।
হোয়াকিন রাফায়েল ফিনিক্স দীর্ঘ ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার অর্জন করলেও ‘জোকার’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।
হোয়াকিন ফিনিক্স ও রুনি মারার দেখা হয়েছিল ২০১৬ সালের ‘মেরি ম্যাগডালেন’ সিনেমার সেটে।