‘ব্যাটম্যান’ পরিচালক জোল শুমাখার আর নেই
কস্টিউম ডিজাইনার থেকে হলিউডের জনপ্রিয় নির্মাতা, ‘ব্যাটম্যান’ ছবির অন্যতম স্রষ্টা জোল শুমাখার (৮০) মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা জোল শুমাখার সোমবার সকালে মারা গেছেন। মার্কিন পোর্টাল ডেডলাইনের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল এ তথ্য জানিয়েছে।
নির্মাতা হওয়ার আগে জোল শুমাখার ছিলেন কস্টিউম ডিজাইনার। পরে নিজ দক্ষতায় নির্মাতা বনে যান। নির্মাণ করেছিলেন ‘ব্যাটম্যান ফরএভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘ফলিং ডাউন’-এর মতো জনপ্রিয় ছবি।
সত্তর দশকে ‘স্লিপার’, ‘ইনটেরিয়র্স’, ‘ব্লুম ইন লাভ’, ‘দ্য প্রিজনার অব সেকেন্ড অ্যাভেনিউ’ ও ‘দ্য লাস্ট অব শেইলা’র মতো জনপ্রিয় ছবির কস্টিউম ডিজাইনার ছিলেন জোল শুমাখার। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত টেলিফিল্ম ‘কিলার বিস’ ছবির প্রডাকশন ডিজাইনারও ছিলেন তিনি।
নব্বই দশকে ‘সেন্ট এলমোজ ফায়ার’ সিনেমার সাফল্যের পর সবার নজরে আসেন জোল শুমাখার। এরপর তিনি নির্মাণ করেন ভ্যাম্পায়ার হরর-কমেডি ‘দ্য লস্ট বয়েজ’। এই ছবিও দর্শকপ্রিয়তা পায়। এরপর একে একে ‘ফ্ল্যাটলাইনারস’ এবং ‘আ টাইম টু কিল’ নির্মাণ করেন। এরপর ডিসি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে নির্মাণ করেন ব্যাটম্যান সিরিজের দুটি সিনেমা। এ ছাড়া তিনি নির্মাণ করেছেন থ্রিলার ঘরানার ‘টাইগারল্যান্ড’, ‘ফোন বুথ’ ও ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’।
নির্মাতার প্রয়াণে শোক নেমে এসেছে হলিউড অঙ্গনে। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শোক ও সমবেদনা প্রকাশ করছেন নির্মাতা, অভিনেতাসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।