ভারতে চিকিৎসকদের ওপর হামলায় চটলেন শাবানা
ভারতে প্রতিবেশীদের দ্বারা চিকিৎসক ও রোগীর ওপর বিভিন্ন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। এর আগে একই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।
তারকারা বলছেন, যেসব মানুষ জীবন বাজি রেখে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাঁদের ওপর হামলা গর্হিত, অমানবিক। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে।
এক টুইট-বার্তায় শাবানা আজমি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই অথবা পরে কোভিড-১৯ থেকে মুক্ত হবে পৃথিবী। কিন্তু যাঁরা এ রোগ থেকে মানুষকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, তাঁদের ওপর হামলা কেন, এমন প্রশ্ন তুলেছেন তিনি। এখনই হামলা বন্ধ করারও আহ্বান জানান ভারতের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব শাবানা আজমি। চিকিৎসকদের নায়ক আখ্যা দিয়ে ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানান।
কিছুদিন আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন শাবানা আজমি। কিন্তু সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বর্ষীয়ান এ তারকা।
এর আগে টুইটে অজয় দেবগন হামলাকারীদের ‘নিকৃষ্ট অপরাধী’ হিসেবে অভিহিত করেন। সেইসঙ্গে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধও জানান।
সম্প্রতি নিজেদের বাসভবনের পাশে দুই চিকিৎসক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে মুদি দোকানে গিয়েছিলেন। সেখানে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ তুলে ওই দুই চিকিৎসককে মারধর করেন দিল্লির এক বাসিন্দা। পরে হামলাকারীকে হাজতে পাঠানো হয়। এর আগে তরুণ চিকিৎসকের একটি দল হামলার শিকার হন, সেখানে নারীও ছিলেন। ভোপালের এআইআইএমএস হাসপাতাল থেকে জরুরি সেবা দিয়ে ফিরছিলেন তাঁরা। পথে পুলিশ তাঁদের লাঠি দিয়ে মারধর করে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন খবরও বেরিয়েছে, বাড়ির মালিকরা ভাড়াটিয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন। রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা সম্প্রতি বলেছেন, যেসব বাড়িওয়ালা এমন হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।