ভারতে শিক্ষার্থীর চেয়ে গরুর নিরাপত্তা বেশি : টুইঙ্কেল খান্না
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল দেশটি। বিভিন্ন রাজ্যে দফায় দফায় চলছে বিক্ষোভ, অনেক স্থানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের। প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও হয়েছে সংঘর্ষ। আর সব দেখেশুনে এবার ক্ষেপে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, পাস হওয়া ওই আইনের বিরুদ্ধে সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সহস্রাধিক শিক্ষার্থী। তাঁদের ওই বিক্ষোভে বাধ সাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সংঘর্ষ হয় দুই পক্ষের।
এই ঘটনার প্রতিবাদের ক্ষেত্র হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে বেছে নেন টুইঙ্কেল। তিনি লেখেন, ‘ভারত, যেখানে গরুকে শিক্ষার্থীদের চেয়ে কম নিরাপত্তা পেতে দেখা যায়। আন্দোলনের কারণে আপনি মানুষকে অত্যাচার করতে পারেন না। এতে আরো আন্দোলন, আরো অবরোধ ও ধর্মঘট হবে, অধিক পরিমাণে মানুষ রাস্তায় নেমে আসবে।’ এই শিরোনামই তার সবটুকু বলে দিচ্ছে।
একসময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী আজ সোমবার সকালে টুইটারে ওই পোস্টটি করেন। অল্প সময়ের ব্যবধানে এতে লাইক পড়েছে ১২ হাজারেরও বেশি। এ ছাড়া এটি রিটুইট করা হয়েছে চার হাজার বারেরও বেশি।
তবে এবারই প্রথম নয়। আগেও নানা ইস্যুতে নিজের মতামত জানিয়েছেন টুইঙ্কেল। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরব হয়েছেন বি-টাউনের আরো অনেক তারকাই। তবে এই ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ খান, আমির খানের মতো ব্যক্তিরা।