ভালোবাসার জন্য ঘরের তালা ভেঙেছিলেন কারিনা!
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এমন সময়ে প্রখ্যাত সাংবাদিক বরখা দত্তের ডিজিটাল লাইভ শো ‘দ্য গ্লোবাল টাউন’-এ হাজির হয়ে নিজের কৈশোরের প্রেমের স্মৃতি বর্ণনা করেছেন বেবো।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম প্রতিবেদনে জানিয়েছে, ওই আয়োজনে কারিনা বলেছেন, ‘কৈশোরে আমি যখন প্রায় ১৪-১৫ বয়সী ছিলাম, তখন আমি একটি ছেলেকে সত্যিই পছন্দ করতাম। এটার জন্য আমার মা মন খারাপ করেছিল। প্রথমে সে বলত, এটা ঠিক হচ্ছে না; ফোনগুলো লক করে রাখত। এমনকি ফোন ডাব্বার ভেতরে ভরে রাখত আর ঘর তালাবন্ধ করে রাখত।’
গল্পে কারিনা যুক্ত করেছেন, ‘আমি স্পষ্টতই বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে ওই বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে চাইতাম। মা রাতে খাবারের জন্য বাইরে গেলে আমি ছুরি দিয়ে তালা ভেঙে ফেললাম, বাইরে বের হয়ে ফোন অফ করে দিলাম আর বাড়ি ছেড়ে পালানোর পরিকল্পনা করলাম।’
আয়োজনে কারিনা ওই ক্রাশ প্রসঙ্গে আরো বলেছেন, ‘সে এখন আমার মামার খুব কাছের বন্ধু। আপনি কি বিশ্বাস করতে পারেন? আমার মা এখন তাকে খুব ভালোবাসে। আমরা এখন সবাই বন্ধু। সাইফও তাকে চেনে। সে কারণে এটার সুখী পরিণতি হলো।’
কারিনা কাপুর বর্তমানে তাঁর রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর তৃতীয় মৌসুমের শুটিং করছেন। শুটিং শেষ করেছেন আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’র।