মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ‘বেগমজান’

অবশেষে বড়পর্দায় উঠছে সাইফ খান ও অরিন অভিনীত চলচ্চিত্র ‘বেগমজান’। আগামী শুক্রবার (৮ নভেম্বর) সারা দেশে মুক্তি পাচ্ছে এ ছবি।
‘বেগমজান’ ছবির গল্প প্রসঙ্গে এনটিভি অনলাইনকে পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, ‘গ্রামের বাড়িতে অরিনের বাবা মাদক ব্যবসা করতেন। এসব দেখেই বেড়ে ওঠে অরিন। বড় হয়ে শহরে মাদক ব্যবসা শুরু করে সে। মাদকসাম্রাজ্যে নিজের আধিপত্য বাড়াতে এক মাদকসম্রাটকে বিয়েও করে। এমন গল্প নিয়ে নির্মাণ করেছি ছবিটি।’
মোহাম্মদ আসলাম বলেন, ‘আমাদের দেশে এখন গ্রামে-গঞ্জেও মাদক ছড়িয়ে পড়েছে। তার প্রভাব পড়ছে সমাজে। যে কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার। আবার যারা সাময়িক মুনাফা পাচ্ছে, তাদেরও একসময় এর মাশুল দিতে হচ্ছে। আমার এই ছবির মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
দর্শকের উদ্দেশে আসলাম বলেন, ‘আমাদের সব ছবিতেই কিছু না কিছু বার্তা থাকে। এই ছবিতেও আমাদের পরিবার তথা সমাজের জন্য বার্তা আছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সপরিবারে ছবিটি দেখুন। এতে করে মাদকের কুফল সম্পর্কে সবাই জানতে পারবেন।’
ছবির অভিনেত্রী অরিন বলেন, ‘গল্পে আমি একজন মাদক ব্যবসায়ী। একজন মাদক ব্যবসায়ীর পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, তা দর্শক দেখতে পাবেন এই ছবিতে। আমি একেবারেই নতুন ধরনের চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি, সবাই ছবিটি পছন্দ করবেন।’
ছবিতে সাইফ-অরিন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শিরিন শিলা, ইমন, অভি, তানিন সুবহা প্রমুখ।