মানসম্পন্ন চলচ্চিত্র হোক, জন্মদিনে প্রত্যাশা শবনমের
উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম। ষাট থেকে আশি দশক পর্যন্ত বেশ সক্রিয় ছিলেন অভিনয়ে। তবে পরেও বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। আজ তাঁর জন্মদিন।
সাধারণত জন্মদিনকে কেন্দ্র করে কোনো আয়োজন করেন না বর্ষীয়ান এ অভিনেত্রী। এবারও কোনো আয়োজন নেই।
আজ (১৭ আগস্ট) এনটিভি অনলাইনকে শবনম বলেন, ‘জন্মদিনে কোনো আয়োজন নেই। কারণ এটা আমার পছন্দ নয়। তবে কাছের মানুষগুলো ফোনে উইশ করছে। অনেকের সঙ্গে কথা হচ্ছে। আবার এমন অনেকেই আছে, যাদের সঙ্গে হয়তো বছরে এই একটি দিনই কথা হয়। এসব উপভোগ করি।’
তবে করোনায় আক্রান্ত হয়ে প্রিয়জনদের চলে যাওয়া ও চলচ্চিত্রের বর্তমান সংকটে মন ভালো নেই শবনমের।
শবনম বলেন, ‘আমার মূল পরিচয় অভিনয়শিল্পী। কিন্তু চলচ্চিত্রের বর্তমান অবস্থা আমাকে ব্যথিত করে। তেমন একটা চলচ্চিত্র হচ্ছে না। আবার নিজেদের মধ্যে সমস্যা লেগেই আছে। এফডিসির শুটিং ফ্লোর ভেঙে নির্মাণ হচ্ছে বাণিজ্যিক ভবন। সবার কাছে প্রত্যাশা, আগে চলচ্চিত্র নিয়ে ভাবুন, দর্শককে মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দিন।’
অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে শবনমের ঝুলিতে। এই অভিনেত্রী আরো বলেন, দর্শক এখনো তাঁকে মনে রেখেছে- এটাই তাঁর বড় প্রাপ্তি।