মাস্ক পরতে বলছেন স্পাইডার-ম্যানও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/07/spider-man.jpg)
মাস্ক পরা স্পাইডার-ম্যান। ছবি : ইনস্টাগ্রাম
হলিউড অভিনেতা স্পাইডার-ম্যান তারকা টম হল্যান্ড সম্প্রতি একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেখানে ২৪ বছর বয়সী এই অভিনেতাকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।
সেই ছবির ক্যাপশনে টম হল্যান্ড লিখেছেন, ‘মাস্ক পরুন, আমিও পরেছি।’ হলিউডের জনপ্রিয় গণমাধ্যম ডেডলাইনের খবর, টম হল্যান্ডের এই ছবিটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম’ সিনেমার। নতুন ‘স্পাইডার-ম্যান থ্রি’ ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও এই সিনেমা প্রসঙ্গে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
স্পাইডার-ম্যান হলো একটি কাল্পনিক কমিক চরিত্র। এর স্রষ্টা হলেন মার্ভেল কমিকসের প্রধান সম্পাদক, লেখক স্ট্যান লি ও কার্টুনিস্ট স্টিভ ডিটকো। ‘স্পাইডার-ম্যান’ প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালের আগস্টে।