মিথ্যা সংবাদ করোনাভাইরাসের চেয়েও সংক্রামক : বোমান ইরানি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে একে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিথ্যা সংবাদের পরিমাণ। এতে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। এ নিয়ে বেশ চিন্তিত ভারতীয় অভিনেতা বোমান ইরানি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মিথ্যা খবর জনমনে ভয় ও আতঙ্কের সৃষ্টি করতে পারে বলে মনে করেন ইরানি। ‘করোনাভাইরাসের চেয়ে মিথ্যা খবর ও বার্তা বেশি সংক্রামক। এটি আমাদের সংক্রমিত করছে এবং নেতিবাচকতা ও ভয় ছড়াচ্ছে। এর দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না আমি’, বলেন ইরানি।
বোমান ইরানি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ইতিবাচকতাই মনোবল সুদৃঢ় করতে পারে। ‘আমি পরিবারের সুখের দিকে খেয়াল রাখি ও সবাইকে ভালো মুডে রাখি, অন্যথায় এটি আপনাকে প্রচণ্ড আঘাত করবে। নাতিদের সঙ্গে সময় কাটানো খুবই মজার। দিনে আমরা আমাদের কাজ করি ও সন্ধ্যায় আমরা গেম খেলি ও কিছু সময় নাচি’, বলেন তিনি।
৬০ বছর বয়সী এই অভিনেতা যথেষ্ট প্রযুক্তি-সচেতন। তিনি ফটোগ্রাফি ও চিত্রনাট্য লেখার ওপর নানা কর্মশালাও দেখেন।