লাইভ টেকনোলজিসের সাত দিনের ঈদ আয়োজন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় ২১ তারকাকে নিয়ে আড্ডার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস। টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের সহযোগিতায় সাত দিনের এ আয়োজনে দর্শকের সঙ্গে আড্ডা দেবেন একঝাঁক তারকা।
এ আয়োজনের স্টার জোন সার্ভিসে আজ চাঁদরাতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলালিংকে সংযুক্ত সংগীতশিল্পী কর্ণিয়া। রাত ১০টায় রবির সঙ্গে সংযুক্ত হবেন সংগীতশিল্পী ঐশী।
আগামীকাল ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলালিংকে থাকছেন ‘আয়নাবাজি’খ্যাত নাবিলা ও রাত ১০টায় রবিতে আড্ডা দেবেন জাকিয়া বারী মম।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলালিংকের দর্শকের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম আর রাত ১০টায় রবিতে থাকবেন অপু বিশ্বাস।
ঈদের পঞ্চম দিন বাংলালিংক স্টার জোন সার্ভিসে থাকছেন চিত্রনায়িকা দিঘি। ঈদের ষষ্ঠ দিন রবিতে দর্শকের সঙ্গে সংযুক্ত থাকবেন অভিনেতা সজল। স্টার জোন সার্ভিসে পছন্দের তারকাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।
এ ছাড়া লাইভ রেডিও প্রোগ্রামে প্রতিদিন রাত সাড়ে ৮টায় থাকবেন একজন করে তারকা। আজ চাঁদরাতে থাকবেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা, ঈদের দিন চিত্রনায়িকা আঁচল, দ্বিতীয় দিন চিত্রনায়ক ইমন, তৃতীয় দিন চিত্রনায়িকা তমা মির্জা, চতুর্থ দিন চিত্রনায়িক নিরব, পঞ্চম দিন চিত্রনায়িকা তানহা তাসনিয়া এবং ষষ্ঠ দিন থাকবেন বিপাশা কবির।
আর এ লাইভ রেডিও প্রোগ্রামে পছন্দের তারকার সঙ্গে আড্ডা দিতে রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ২৮৭৭৭ নম্বরে।