শিশুর ক্যানসার প্রতিরোধে অর্থ সংগ্রহে ‘প্রাইভেট ডেট’ কিয়ানুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/17/john_wick.jpg)
দাতব্য কাজে তারকাদের অংশগ্রহণ বরাবরই ভিন্নমাত্রা যোগ করে। তাঁদের উপস্থিতি জনসাধারণেরও আস্থার জায়গা তৈরি করে। এবার শিশুদের ক্যানসার প্রতিরোধে এগিয়ে এলেন হলিউড তারকা কিয়ানু রিভস। ইডাহোভিত্তিক শিশুদের ক্যানসার প্রতিরোধে দাতব্য প্রতিষ্ঠান ক্যাম্প রেইনবো গোল্ডের জন্য তহবিল সংগ্রহ করতে ১৫ মিনিটের প্রাইভেট ডেটের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, ব্যক্তিগত ডেটে রিভস বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং জুম কলে সর্বোচ্চ দরদাতার সঙ্গে ওয়াইনের ভার্চুয়াল গ্লাস শেয়ার করতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে ‘ইডাহোর ক্যানসার-আক্রান্ত শিশু ও তাঁদের পরিবারের মানসিক শক্তি জোগাতেই এই পদক্ষেপ’ বলে জানানো হয়। কয়েক বছর ধরে রিভস বেশ নিভৃতে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সময় ও অর্থ দিয়ে সাহায্য করছেন। নিজের ক্যানসার আক্রান্ত বোনের সম্মানেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে পত্রপত্রিকার খবর।
রিভস ছাড়াও তহবিল সংগ্রহের কাজে ফিফথ হারমোনি সদস্য এলি ব্রুক, রব পলসেন সম্পৃক্ত হবেন। গত ১৫ জুন শুরু হওয়া এই কার্যক্রম ২২ জুন পর্যন্ত চলবে।