১০০ কোটির পথে ‘গাঙ্গুবাই’
সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই ভিন্ন ধরনের গল্প ও নির্মাণ। আর তাঁর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করবেন না, এমনটি হয় না কখনও। এবারও তার ব্যতিক্রম হয়নি, যদিও বহুল প্রতীক্ষিত পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ বক্স অফিসে খুব একটা ঝড় তুলতে পারেনি।
গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে মোটামুটি সংগ্রহ করছে সিনেমাটি।
বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে সংগ্রহ বেড়েছে সিনেমাটির। শনিবার পর্যন্ত সর্বসাকুল্যে এ সিনেমা ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ৮২ কোটি রুপির বেশি।
গতকাল রোববার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এ দিন নিশ্চয়ই সংগ্রহ আরও বেড়েছে। বক্স অফিস ইন্ডিয়ার পূর্বাভাস, শিগগিরই এ সিনেমা নেট ১০০ কোটি রুপি সংগ্রহ করবে। তারান আদর্শও একই পূর্বাভাস দিয়েছেন।
এর আগে বলিউড হাঙ্গামা জানায়, ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’র বাজেট ১৭৫ থেকে ১৮০ কোটির রুপি। এরই মধ্যে সিনেমাটি স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বেচে ১০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছাতে সিনেমাটিকে প্রেক্ষাগৃহ থেকে সংগ্রহ করতে হবে ৬৫ কোটি রুপি। অর্থাৎ ভারতের বক্স অফিসে নেট ১০০ কোটি সংগ্রহ করলেই সিনেমাটি হিট বলে গণ্য হবে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন।