২০২০ সালে কাইলির আয় ৪,৯৫০ কোটি টাকা
মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী, মডেল ও ব্যবসায়ী কাইলি জেনার এ বছর সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে রয়েছেন। ১৪ ডিসেম্বর মার্কিন সাময়িকী ফোর্বস ‘১০০ হাইয়েস্ট-পেইড সেলিব্রেটিস’-এর তালিকা প্রকাশ করে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে কাইলি জেনার আয় করেছেন প্রায় ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৪,৯৫০ কোটি টাকার বেশি।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে বিশ্বখ্যাত প্রসাধনসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোটির কাছে কাইলি জেনার তাঁর প্রসাধন কোম্পানির ৫১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
কাইলি জেনারের পর তালিকার দ্বিতীয়তে রয়েছেন কানিয়ে ওয়েস্ট। এ বছর তাঁর আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টেনিস খেলোয়াড় রজার ফেদেরার, তাঁর আয় ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, তাঁর আয় ১০৫ মিলিয়ন মার্কিন ডলার। আর পঞ্চম স্থানে রয়েছেন লিওনেল মেসি, তাঁর আয় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে, করোনা মহামারিতে বিনোদন অঙ্গনের অবস্থা খুব একটা ভালো না হলেও তাতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আয়ে তেমন প্রভাব পড়েনি। এ বছর অক্ষয়ের আয় ৪০০ কোটি টাকার বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর মহামারি বিনোদন অঙ্গনকে অনেকখানি স্তব্ধ করে দিলেও অক্ষয় কুমারের ভালো সময় কেটেছে। ফোর্বসের তালিকায় ৫২ নম্বরে থাকা অক্ষয় কুমার একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। ফোর্বস জানিয়েছে, এ বছর অক্ষয়ের আয় ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৪০০ কোটি টাকার বেশি।