৪ বিলাসবহুল গাড়ির মালিক রণবীর, দাম শুনলে অবাক হবেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/02/ranbir_cover.jpg)
তারকাদের জীবন বিলাসবহুল হবে, সেটাই স্বাভাবিক। তবে সেটা কতটা বিলাসবহুল, সেটা অনেক সময় জানা সম্ভব হয় না ভক্তদের।
ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা বলিউড তারকা রণবীর সিংয়ের গাড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জানিয়েছে বিলাসবহুল ল্যাম্বোরগিনি থেকে অ্যাস্টন মার্টিনসহ চারটি গাড়ির মালিক এই তারকা। শুধু গাড়ির নাম নয়, বাজারমূল্যও প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক—
ল্যাম্বোরগিনি ইউরাস
রণবীর সিং সুপার হট রেড ল্যাম্বোরগিনি ইউরাসের মালিক। গাড়িটি চার লিটারের টুইন-টার্বো ইঞ্জিন দ্বারা চালিত এবং গাড়িটি ৩.৬ সেকেন্ডে ০-১০০ দূরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটির মূল্য ৩.১০ কোটি রুপি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/02/02/c1.jpg 620w)
অ্যাস্টন মার্টিন
২০১৭ সালে নিজের জন্মদিনে এ গাড়ি কিনেছিলেন রণবীর সিং। আন্তর্জাতিক বাজারে তুমুল জনপ্রিয় এই গাড়ির মালিক ভারতের হাতেগোনা কয়েক জন। রণবীর সিংয়ের গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম ব্যয়বহুল; দাম ৩.২৯ কোটি রুপি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/02/02/c2.jpg 620w)
মার্সিডিস বেনজ জিএলএস এসইউভি
নির্দিষ্ট সংখ্যক মডেলের গাড়িটি বেশির ভাগ বলিউড সেলিব্রেটিদের কাছে প্রিয়। গাড়িটির নিবন্ধনকরণ নম্বর ৬৯৬৯। গাড়িটির মূল্য ৮৫.৬৭ লাখ রুপি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/02/02/c3.jpg 620w)
জাগুয়ার এক্সজেএল
রণবীর সিং একটি চমৎকার জাগুয়ার এক্সজেএল গাড়ির মালিক। দাম ৯৯ লাখ টাকা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/02/02/c4.jpg 620w)