অস্কার মনোনয়নে এগিয়ে ‘লা লা ল্যান্ড’
৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর বসবে আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। চলচ্চিত্র দুনিয়ার সম্মানজনক এই আসরে কে হবে ২৪টি বিভাগে সেরা সেটি জানতে অপেক্ষা করতে হবে আরো এক মাস, তবে এরইমধ্যে ঘোষণা করা হয়েছে মনোনীতদের নাম। গতকাল মঙ্গলবার একাডেমির প্রেসিডেন্ট শেরিল বন আইজ্যাক ও গত বছরের অস্কার মনোনীত এবং বিজয়ীরা ঘোষণা করেন এবারের মনোনীতদের নাম।
১৪টি মনোনয়ন নিয়ে সবার থেকে এগিয়ে আছে ‘লা লা ল্যান্ড’ ছবিটি। অস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া এটি তৃতীয় ছবি। এর আগে ১৯৫৯ সালে ‘অল অ্যাবাউট ইভ’ ও ১৯৯৭ সালে ‘টাইটানিক’ ছবির ক্ষেত্রে এমনটা হয়েছিল।
সিবিএস নিউজে প্রকাশিত অস্কার মনোনীতদের সম্পূর্ণ তালিকাটি নিচে দেওয়া হলো।
সেরা চলচ্চিত্র : অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকস’ রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগারস, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি।
সেরা অভিনেতা : বেন অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাক’ রিজ), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)
সেরা অভিনেত্রী : ইসাবেল হাপার্ট (এল), রুথ নেগা (লাভিং), নাতালি পোর্টম্যান (জ্যাকি), এমা স্টোন (লা লা ল্যান্ড), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)
সেরা পার্শ্ব-অভিনেতা : মহের্শালা আলি (মুনলাইট), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), দেব প্যাটেল (লায়ন), মাইকেল শ্যানন (নকটার্নাল অ্যানিমেলস)
সেরা পার্শ্ব-অভিনেত্রী : ভায়োলা ডেভিস (ফেন্সেস), নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেনসার (হিডেন ফিগারস), মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)
সেরা পরিচালক : অ্যারাইভাল (ডেনিস ভিলেন্যুভ), মেল গিবসন (হ্যাকস’ রিজ), ড্যামিয়েন শ্যাজেল (লা লা ল্যান্ড), কেনেথ লোনারগান (ম্যানচেস্টার বাই দ্য সি), ব্যারি জেনকিন্স (মুনলাইট)
সেরা চিত্রনাট্য (মৌলিক) : হেল অর হাই ওয়াটার (টেলর শেরিডান), লা লা ল্যান্ড (ড্যামিয়েন শ্যাজেল), দ্য লবস্টার (ইয়োর্গোস লান্থিমোস, এফথিমিস ফিলিপ্পু), ম্যানচেস্টার বাই দ্য সি (কেনেথ লোনারগান), টুয়েন্টিয়েথ সেঞ্চুরি উওমেন (মাইক মিলস)
সেরা চিত্রনাট্য (অনূদিত) : অ্যারাইভাল, ফেন্সেস, হিডেন ফিগারস, লায়ন, মুনলাইট
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : ল্যান্ড অব মাইন, আ ম্যান কলড ওভ, দ্য সেলসৈম্যান, তান্না, টনি এর্ডমান
সেরা সিনেমাটোগ্রাফি : অ্যারাইভাল, লা লা ল্যান্ড, লায়ন, মুনলাইট, সাইলেন্স
সেরা কস্টিউম ডিজাইন : অ্যালায়েড, ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম, ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স, জ্যাকি, লা লা ল্যান্ড
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল : আ ম্যান কলড ওভ, স্টার ট্রেক বিয়ন্ড, সুইসাইড স্কোয়াড
সেরা মৌলিক সংগীত গায়ক/গায়িকা : মিকা লেভি (জ্যাকি), জাস্টিন হারউইজ (লা লা ল্যান্ড), ডাস্টি ও’ হ্যালোরান এবং হাশকা, নিকোলাস ব্রিটেল (মুনলাইট), থমাস নিউম্যান (প্যাসেঞ্জারস)
সেরা অ্যানিমেশন ছবি (ফিচার) : কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস, মোয়ানা, মাই লাইফ অ্যাজ আ জুকিনি, দ্য রেড টার্টল, জুটোপিয়া
সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) : ব্লাইন্ড ভায়শা, বরোড টাইম, পিয়ার সিডার অ্যান্ড সিগারেটস, পার্ল, পাইপারস
সেরা ডকুমেন্টারি ফিচার : ফায়ার অ্যাট সি, আই অ্যাম নট ইয়োর নিগ্রো, লাইফ অ্যানিমেটেড, ও. জে. : মেড ইন আমেরিকা, থার্টিনথ
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট : এক্সট্রেমিস, ৪.১ মাইলস, জো’স ভায়োলিন, ওয়াতানি : মাই হোমল্যান্ড, দ্য হোয়াইট হেলমেটস
সেরা ছবি (সম্পাদনা) : অ্যারাইভাল, হ্যাকস’ রিজ, হেল অর হাই ওয়াটার, লা লা ল্যান্ড, মুনলাইট
সেরা গান : অডিশন (লা লা ল্যান্ড), ক্যান্ট স্টপ দ্য ফিলিং (ট্রলস), সিটি অব স্টারস (লা লা ল্যান্ড), দ্য এম্পটি চেয়ার (জিম : দ্য জেমস ফলি স্টোরি), হাউ ফার আই’ল গো (মোয়ানা)
সেরা প্রোডাকশন ডিজাইন : অ্যারাইভাল, ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম, ‘হেইল, সিজার!’, লা লা ল্যান্ড, প্যাসেঞ্জারস
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম : এনেমিস এন্তেরিওরস, লা ফেমে এ লো টিজিভি, সাইলেন্ট নাইটস, সিং, টাইমকোড
বেস্ট সাউন্ড এডিটিং : অ্যারাইভাল, ডিপওয়াটার হরাইজন, হ্যাকস’ রিজ, লা লা ল্যান্ড, সালি
বেস্ট সাউন্ড মিক্সিং : অ্যারাইভাল, হ্যাকস’ রিজ, লা লা ল্যান্ড, রগ ওয়ান : আ স্টার ওয়ারস স্টোরি, ১৩ আওয়ারস : দ্য সিক্রেট সোলজারস অব বেনগাজি
সেরা ভিজ্যুয়াল এফেক্ট : ডিপওয়াটার হরাইজন, ডক্টর স্ট্রেঞ্জ, দ্য জাংগল বুক, কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস, রগ ওয়ান : আ স্টার ওয়ারস স্টোরি