ফিরছে জন উইক, উলভেরিন আর এলিয়েনরা!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/07/photo-1486457421.jpg)
সিক্যুয়েল বিষয়টি নিয়ে একটি অভিযোগ প্রায়ই শোনা যায়, ‘আগেরটার মতো হয়নি’, ‘ভালো লাগেনি’। তবুও সিক্যুয়েল যেন পুরোনো বন্ধুর মতোই, তাকে স্বাগত না জানিয়ে উপায় কী! হলিউডে সিক্যুয়েল ছবির যুগ শুরু হয়েছে বহুকাল। প্রতি বছরের মতো এবারেও আসছে বেশ কিছু আলোচিত ছবির পরবর্তী কিস্তি। জন উইক, উলভেরিন বা জেনোমর্ফের মতো চরিত্রগুলো আবারও দর্শক বড় পর্দায় নতুন করে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।
‘ট্র্যান্সফরমার্স’ বা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো ছবিগুলোর সিক্যুয়েল আসার পাশাপাশি এ বছরের বিশেষ চমক, ড্যানি বয়েলের আলোচিত ডার্ক থ্রিলার ‘ট্রেইনস্পোটিং’-এর সিক্যুয়েল আসতে যাচ্ছে এ বছর। আবার স্টার ওয়ার তার অষ্টম এপিসোড নিয়ে আসছে, আরো রয়েছে ‘ওয়ার অব দ্য প্লানেট অব দ্য এপস’ কিংবা ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’-এর মতো সিনেমার সিক্যুয়েল। স্ক্রিনর্যান্টে ভর করে জানা গেল এ বছরে বড় পর্দায় মুক্তি পেতে যাওয়া বেশ কিছু সিক্যুয়েল ছবির খবরাখবর।
১. জন উইক-চ্যাপ্টার টু (রিলিজ ডে : ১০ ফেব্রুয়ারি, ২০১৭)
২০১৪ এর দারুণ সাফল্যর পর কিয়ানু রিভস আবারও ফিরছেন দুর্ধর্ষ জন উইকের চরিত্রে। এই ছবিতে থাকছেন লরেন্স ফিশবার্ন, ইয়ান ম্যাকশেন, পিটার স্টোরমেয়ার, থমাস সেডস্কি, পিটার সেরাফিনোউইজের মতো তারকারা। ট্রেইলার দেখে কিয়ানুর ভক্ত থেকে অ্যাকশন ছবির দর্শকরা হতাশ হবেন না, এমনটা বলাই যায়। প্রথম ছবিটির মতোই গতিশীল অ্যাকশন, সঙ্গে রোম নগরীর অনন্য চিত্রায়ন দর্শকের প্রত্যাশা এরই মধ্যে বাড়িয়ে তুলেছে।
২. লোগান (রিলিজ ডেট : ৩ মার্চ, ২০১৭)
সুপারহিরোকেন্দ্রিক ছবিগুলোয় একেক দর্শকের পছন্দের ঘরানা একেক রকম। কারো পছন্দ অমুক, কারো পছন্দ তমুক। জনপ্রিয়তার নিরিখে ‘উলভেরিন’ চরিত্রটি বেশ উঁচু সারিতেই রয়েছে। হিউ জ্যাকম্যান ‘লোগান’-এর মাধ্যমে আবারও ফিরছেন এই চরিত্রে। উলভেরিন শুধু একা নয়, এবারে তার সঙ্গে নতুন কিছু সঙ্গীও থাকবে বটে!
৩. টি২ ট্রেইনস্পোটিং (রিলিজ ডেট, ৩ মার্চ ২০১৭)
ড্যানি বয়েলের পরিচালনা আর এওয়ান ম্যাকগ্রেগরের উপস্থিতি তো থাকছেই, প্রথম ছবিটির বাকিদেরও দেখা যাবে এবারে। এটি একটি ক্যারিয়ার ভিত্তিক প্রযোজনা। ১৯৯৬ এ প্রকাশিত আরভিন ওয়েলশের সাড়া জাগানো এই উপন্যাস থেকে ড্যানি বয়েলের নির্মিত ছবিটি ব্ল্যাক কমেডি ঘরানায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল।
৪. দ্য ফেট অব দ্য ফিউরিয়াস (রিলিজ ডেট : ১৪ এপ্রিল, ২০১৭)
ফিউরিয়াস পরিবার ফিরে আসছে আবার। আগেরবারের ছবিগুলোর মতো তো বটেই, আশা করা হচ্ছে এবারের ছবিটি সবচাইতে বেশি অ্যাকশনের ধামাকা উপহার দেবে দর্শকদের। ছবিটির জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র দুই মাস।
৫. দ্য গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি (রিলিজ ডেট : ৫ মে ২০১৭)
শুধু ধুন্ধুমার অ্যাকশন নয়, সঙ্গে হাস্যরসের খোরাকও এবারে পাবেন দর্শক এই জনপ্রিয় সিরিজের নতুন ছবিটি থেকে। এই বছরের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলোর মধ্যে একে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে কার্ট রাসেল আর নাথান ফিলিওন আসছেন এই ছবিতে।
৬. এলিয়েন : কোভেনেন্ট (রিলিজ ডেট : ১৯ মে ২০১৭)
রিডলে স্কটের জনপ্রিয় সাইফাই-হরর সিরিজ এলিয়েন এ বছর ফিরে আসছে নতুন রূপে। এই ছবিতে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন নন্দিত অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার।
৭. ট্রান্সফরমার্স দ্য লাস্ট নাইট (রিলিজ ডেট : ২৩ জুন, ২০১৭)
মাইকেল বে আবারও পরিচালক হিসেবে ফিরছেন এই জনপ্রিয় সিরিজে। প্যারামাউন্ট পিকচার্স, হাসব্রো স্টুডিওস এবং ডি বনাভেন্তুরার ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে মার্ক হোয়েলবার্গ ছাড়াও বিখ্যাত অভিনেতা অ্যান্থনি হপকিন্সকে দেখা যাবে বিশেষ ভূমিকায়।