তসলিমা নাসরিন জানালেন ‘নির্বাসিত’ মুক্তির কথা
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে নির্মিত ছবি ‘নির্বাসিত’ অবশেষে মুক্তি পাচ্ছে কলকাতায়। এ কথা ফেসবুকে জানিয়েছেন তসলিমা নিজে। ফেসবুকে ছবিটির ট্রেইলারের লিংক শেয়ার করে তসলিমা লিখেছেন, “মনে আছে ‘নির্বাসিত’ ছবিটির কথা যেটি শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছে? যেটি আমাকে আর আমার বেড়ালকে নিয়ে একটুখানি ছোটগল্প? সেটি ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে। কলকাতায়। ১৪ আগস্টে।”
তসলিমা নাসরিনকে নিয়ে নির্মিত এই ছবিতে লেখিকার বিতর্কিত এবং নির্বাসিত জীবন ছাড়াও উঠে এসেছে পোষা বিড়াল মিনির কথা। মিনির সঙ্গে তসলিমার ঘনিষ্ঠতা এবং তসলিমাবিহীন মিনির জীবন ছবির মূল গল্প। ছবিটি পরিচালনা করেছেন চূর্নি গাঙ্গুলী। পরিচালনার পাশাপাশি তসলিমার ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। যদিও কোথাও অফিশিয়ালি তিনি বলেননি ছবিটি তসলিমাকে নিয়ে নির্মিত। তারপরও যে কেউ দেখলেই বুঝতে পারবেন ছবির মূল চরিত্র আসলে কে।
এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ‘নির্বাসিত’। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিনেত্রী চূর্নি গাঙ্গুলীর যাত্রা শুরু। সেরা ছবিসহ সেরা শব্দ পরিকল্পনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে ‘নির্বাসিত’।
এ ছবিতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন প্রমুখ।