ডেমি মুরের বাড়িতে যুবকের মৃতদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437374554.jpg)
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুরের বেভারলি হিলসের বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ২১ বছর বয়স্ক এই যুবকের লাশ ভেসে ছিল সুইমিংপুলে। এই ঘটনা ১৯ জুলাই স্থানীয় সংবাদপত্রে প্রকাশ হয়েছে বলে জানা গেল এনডিটিভির খবরে।
স্থানীয় পুলিশ এসে উদ্ধার করে যুবকের লাশ। লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, পুলিশ আসার বেশ খানিকক্ষণ আগেই ওই যুবকের মৃত্যু ঘটে। এ সময় ডেমি মুর বাড়িতে ছিলেন না। এই ঘটনা সম্বন্ধেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট এ বোন জানান, সাঁতার না জানার কারণেই ওই যুবকের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাবশত সে কোনোভাবে সুইমিংপুলে পড়ে যায়। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
৫২ বছর বয়সী ডেমি মুরের ক্যারিয়ারে রয়েছে হলিউডের অজস্র হিট ছবি। আশি এবং নব্বইয়ের দশকের সফল তারকাদের একজন তিনি। ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’, ‘জি আই জেন’, ‘দ্য স্কারলেট লেটার’, ‘এ ফিউ গুড মেন’-এর মতো জনপ্রিয় সব ছবিতে অভিনয় করেছেন তিনি।