শুভ জন্মদিন ক্রিস্টোফার নোলান
ক্রিস্টোফার নোলানের এক অতিভক্তের কথা বলা যায়। নারীর মন নয়, তাঁর কাছে আরো বেশি দুর্বোধ্য নোলানের ছবি! তবে বুঝতে কষ্ট যতই হোক, নোলানের ছবির জন্য ভক্তদের উচ্ছ্বাসের যেন সীমা নেই। জনপ্রিয় এই ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা আজ পা রাখলেন ৪৫ বছরে।
অ্যাকশন কি থ্রিলার, ক্রিস্টোফারের সব ছবিতেই হলিউডের মারদাঙ্গা ভাষার সাথে রয়েছে নিজস্ব অসামান্য দৃষ্টিকোণ, বিশ্লেষণ ও জাদুকরী কাজ। ব্যাটম্যান সিরিজের ডার্ক নাইট ট্রিলজি (ব্যাটম্যান বিগিনস, দ্য ডার্ক নাইট, দ্য ডার্ক নাইট রাইজেস) তাঁকে এ সময়ের সফলতম পরিচালকদের একজন করে তুলেছে। একইসাথে তাঁকে নিয়ে গেছে জনপ্রিয়তার তুঙ্গে। আর তাঁর ‘আসল’ ছবিগুলোর পুরো গল্প তো বটেই, সংলাপ থেকে সিকোয়েন্স পর্যন্ত মুখস্ত বহু দর্শকের। হতেই হবে, ছবিগুলোর নাম যখন ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার, ‘মেমেন্টো’, ‘দ্য প্রেস্টিজ’- উচ্ছ্বাস তো একটু বাড়তি হতেই হবে!
এই ছবিগুলোর পাশাপাশি নোলান জ্যাক স্নাইডারের সুপারম্যান সিরিজের ছবি ‘ম্যান অব স্টিল’-এর প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী বছর ব্যাটম্যান সিরিজের ছবি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’-এর জন্যও কাজ করেছেন তিনি। কিছুদিন পরই আসছে তাঁর নতুন স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ছবি ‘কে’।
১৯৭০ সালের এই দিনে লন্ডনে জন্মান এই গুণী পরিচালক। এখন পর্যন্ত তিনবার অস্কার মনোনয়ন পেয়েছেন, এ ছাড়া দেশ-বিদেশে শত শত সম্মানজনক পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নির্মাণের জন্য।