এনটিভি অনলাইনকে নীরব ও পিয়ালের শুভেচ্ছা

নীরব খান ও পিয়াল
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এনটিভি অনলাইন এগিয়ে চলছে। এনটিভি অনলাইনের অফিসিয়াল ফ্যানপেজে বর্তমানে ১০ হাজারের বেশি পাঠকের লাইক রয়েছে।
খবর, বিনোদন, ছবি গ্যালারির পাশাপাশি নাটক, অনুষ্ঠান, খবরের ভিডিওও বেশ প্রশংসিত হচ্ছে। বিভিন্ন অঙ্গনের তারকারাও জানাচ্ছেন তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসা।
তারই ধারাবাহিকতায় এনটিভি অনলাইনকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন উপস্থাপক নীরব খান ও ফ্যাশন ডিজাইনার পিয়াল।
নীরব খান
উপস্থাপক ও অভিনেতা
সত্যি কথা বলতে, এখন অনেকেই টেলিভিশন দেখার সময় পায় না। এনটিভি বিডি ডটকম একটি ভালো উদ্যোগ। আমার বিশ্বাস, সবাই এনটিভি বিডি ডটকম অনেক পছন্দ করবে।
পিয়াল
ফ্যাশন ডিজাইনার
আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশ এখন ডিজিটাল দেশ হওয়ার পথে। তাই যুগের চাহিদা অনুযায়ী এনটিভি বিডি ডটকম অনেক বড় উদ্যোগ। এনটিভি বিডি ডটকমকে স্বাগত জানাই।