মুক্তি পেয়েছে ‘মিশন ইম্পসিবল : ফলআউট’-এর ট্রেইলার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/06/photo-1517923138.jpg)
ধুন্ধুমার অ্যাকশন, চোখ কপালে তোলার মতো স্টান্ট নিয়ে আবারও ফিরে এসেছে ইথান হান্ট ওরফে টম ক্রুজ। পুরোনো সঙ্গীদের সঙ্গে নতুন এক মিশনে নেমেছেন ৫৫ বছর বয়সী এই তারকা। আর এই মিশনের নাম রাখা হয়েছে ‘মিশন ইম্পসিবল: ফলআউট’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে যার ট্রেইলার।
জি নিউজের খবরে প্রকাশ, ছবিতে মিশন ইম্পসিবলের পঞ্চম খণ্ডের খলনায়ককে আবারও ফিরিয়ে আনা হয়েছে এবারের পর্বে। পুরোনো খলনায়কের পাশাপাশি নতুন খলনায়ককেও মোকাবিলা করতে হবে মিশন ইম্পসিবল টিমকে। প্লুটোনিয়াম ধাতু নিয়ে সিআইএর বিপরীতে মিশনে নামতে দেখা যাবে টম ক্রুজের সংগঠন আইএমএফকে।
ছবিতে টম ক্রুজ ছাড়াও আগের পর্বের তারকাদের মধ্যে রয়েছেন, রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সাইমন পেগ, মাইকেল মনাগান, আলেক বল্ডউইন এবং সিন হ্যারিস। ‘মিশন ইম্পসিবল : রোগ নেশন’-এর মতো এবারের পর্বটি লিখেছেন এবং পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুইরে। এই নিয়ে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি পরিচালনা করলেন তিনি। চলতি বছরের ২৭ জুলাই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।