কর্মজীবী নারীদের জন্য প্রতিটি দিনই আপসের : মেরিল স্ট্রিপ
মেরিল স্ট্রিপের সর্বশেষ ছবি ‘ইনটু দ্য উডস’ মুক্তির পর বেশ খোশমেজাজেই আছেন তিনি। পর্দায় যেমন সফল, তেমনি পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তিনি সফল। স্বামী ডন গুমারকে সঙ্গে নিয়ে চার ছেলেমেয়েকে মানুষ করেছেন। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা হতাশাই ঝরে পড়ল তাঁর কণ্ঠে।
ফিমেল ফার্স্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরিল স্ট্রিপ বলেছেন, ‘আপনি যদি কর্মজীবী নারী হন, তাহলে প্রতিটি দিনই আপনার জন্য আপসের। আপনার কাছে সবার নানা রকম প্রত্যাশা থাকবে। আপনি সবকিছু পূরণ করতে পারবেন না। এ থেকে আপনার মধ্যে এক ধরনের অপরাধবোধ তৈরি হবে, যা মাঝেমধ্যে আপনাকে ভোগাবে।’
প্রায়ই এ ধরনের অপরাধবোধে ভুগে থাকেন মেরিল স্ট্রিপ। তাঁর মতে, ‘সব পেশাতেই পুরুষের জন্য অভিভাবকত্বের ব্যাপারটা নারীদের থেকে আলাদা।’
সিনেমার কাজ নিয়ে মেরিল স্ট্রিপ বলেন, ‘চরিত্র বাছাইয়ের আগে আমি খেয়াল রাখি, আমার অভিনীত চরিত্রটি সমাজে কী প্রভাব ফেলবে।’ তিনি বলেন, ‘আমাদের সবারই নিজেদের কাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমি সেভাবেই দেখি ব্যাপারটা। মানে আপনি যতক্ষণ না পর্যন্ত খুব খেটে, মন দিয়ে কাজ করছেন, আপনি কাজের মজাটা ঠিকমতো পাবেন না। ওটা শুধু টাকা রোজগারের একটা পথ হবে। এর বেশি কিছু না।’