‘দ্য শেইপ অব ওয়াটার’ পেল চারটি অস্কার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/05/photo-1520245429.jpg)
অস্কারের ৯০তম আসরে বাজিমাত করেছে গিয়েরমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেইপ অব ওয়াটার’। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, সেরা ছবির পুরস্কারের পাশাপাশি সেরা পরিচালক, সেরা আবহ সংগীত, সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। সেরা ছবির পুরস্কার জিততে ‘দ্য শেইপ অব ওয়াটার’কে পেছনে ফেলতে হয়েছে ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরির’ মতো ছবিগুলোকে।
একাডেমি অ্যাওয়ার্ড হাতে নিয়ে গিয়েরমো দেল তোরো বলেন, ‘আলফনসো, আলেহান্দ্রো, সালমা এবং এখানে উপস্থিত আপনাদের অনেকের মতো আমি অভিবাসী। গত ২৫ বছর আমি এমন একটি দেশে বসবাস করছি, যেখানে সবাই আমার আপন। আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে একবার যেটা বলা হয় সেটা অবশ্যই করে দেখানো হয়। আমাদের এই অভ্যাসটা চালিয়ে যাওয়া উচিত।’
এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জোটে ‘দ্য শেইপ অব ওয়াটার’। এর আগে ‘হেলবয়’, ‘ক্রিমসন পিক’, ‘প্যাসিফিক রিম’-এর মতো বেশ কিছু আলোচিত ছবি পরিচালনা করেছেন গিয়েরমো দেল তোরো।