কেমন উড়ছে বাপ্পী-পরী জুটির প্রথম ছবি?
শুক্রবার ছুটির দিন, তাই সিনেমা হলে এদিন দর্শকও থাকে বেশি। এ কারণেই ছুটির দিনটিকে অনেকে বেছে নেন চলচ্চিত্র মুক্তির দিন হিসেবে। ২১ আগস্ট মুক্তি পেয়েছে মাত্র একটি ছবি। পরী মণি ও নায়ক বাপ্পী অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন ফারুক ওমর। রাজধানীসহ ৮৬টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় এই ছবি। আর এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো পরী ও বাপ্পীকে বড় পর্দায় একই সঙ্গে দেখতে পাচ্ছেন দর্শক।
ঢাকার পূর্ণিমা সিনেমা হলেও চলছে ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি। হলের ম্যানেজার মোহম্মদ কাঞ্চন বলেন, ‘দারুণ অ্যাকশন ছবি। দর্শক চাহিদা পূরণের সব ধরনের আয়োজন আছে এই ছবিতে। বাপ্পী আর পরী মণিকে একসঙ্গে পেয়ে দর্শক ছবিটি খুব উপভোগ করছে। আশা করি, সারা দেশেই ছবিটি ভালো ব্যবসা করবে।’
নায়িকা পরী মণির সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে নায়ক বাপ্পী চৌধুরী বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একজন নায়িকার দরকার ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তার সঙ্গে দেখা হলে মনে হবে, সে যেন আমার অনেক দিনের চেনা। কাজের বিষয়ে খুবই সিরিয়াস, পুরো ইউনিটের সঙ্গে খুব হেল্পফুল। কাজ করতে গিয়ে সবারই মনে হবে—এই মেয়ে জন্মের আগে থেকেই কাজ শিখে এসেছে। ‘ভালোবাসার রং’ ছবির পর অনেক নতুন নায়িকার সঙ্গেই কাজ করেছি; কিন্তু পরী মণির মধ্যে ফিল্মি একটা বিষয় আছে। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।”
ছবির গল্পে দেখা যাবে, মামাতো বোন তানিয়া ছোটবেলা থেকেই বাপ্পীকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার কথা বলা হয়ে ওঠে না কখনো। এক দুর্ঘটনায় বাপ্পীর সঙ্গে দেখা হয় পরী মণির। প্রথম দেখাতেই তাঁকে ভালো লেগে যায় বাপ্পীর। ঘটনাচক্রে তানিয়ার ভালোবাসার কথাও জানতে পারে বাপ্পী। শুরু হয় সম্পর্কের টানাপড়েন। এ সিনেমার গল্পে বাপ্পী ও পরী মণি অভিনয় করছেন ‘বাদশাহ’ ও ‘দোলা’ চরিত্রে।
নায়িকা পরী মণি বলেন, “বছরজুড়েই আমি দর্শকের সামনে নতুন নতুন ছবি নিয়ে হাজির হতে চাই। আমি আমার দর্শককে কথা দিচ্ছি, একেক ছবিতে একেক ধরনের গল্প নিয়ে হাজির হবো। ‘আরো ভালোবাসবো তোমায়’ মুক্তির পরের সপ্তাহেই ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটিতে দর্শকের আগ্রহ আরো দায়িত্ব বাড়িয়ে দিল। দোয়া করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন কাজ করে যেতে পারি। আগামী সপ্তাহে আমার ‘রানা প্লাজা’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।”
‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রটিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রিয়া’। এ চরিত্রে অভিনয় করেছেন নবাগতা তানিয়া বৃষ্টি। ছবিতে বাপ্পীর পাশাপাশি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন পরী মণিও। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ প্রমুখ। মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এ ছবিতে গান আছে মোট পাঁচটি। গানগুলো লিখেছেন আলী আকরাম শুভ, আতিকসহ আরো অনেকে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবরসহ আরো কয়েকজন কণ্ঠশিল্পী।