যৌন হয়রানির দায়ে অভিযুক্ত আলি জাফর
যৌন হয়রানির অভিযোগ উঠেছে পাকিস্তানি চলচ্চিত্র অভিনেতা, সংগীতশিল্পী আলি জাফরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন আরেক পাকিস্তানি সংগীতশিল্পী মিশা শাফি। ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে আলি জাফর নিজের পক্ষে সাফাই গেয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
আলি জাফরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিশা শাফি লিখেছেন, ‘আমি বিভিন্ন অনুষ্ঠানে শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হয়েছি আমাদের ইন্ডাস্ট্রির একজন সহকর্মীর দ্বারা : আলি জাফর। এটা তখন ঘটেনি, যখন আমি তরুণী ছিলাম এবং ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার জন্য পরিশ্রম করছিলাম। এটা তখন ঘটেছে যখন আমি আমার কাজে সফল ইন্ডাস্ট্রিতে আমার জায়গা রয়েছে। এটা তখন ঘটেছে যখন আমি দুই সন্তানের মা।’
শাফি আরো লিখেন, ‘আমি এটা সবাইকে জানাচ্ছি , কারণ আমি বিশ্বাস করি যে আমার যৌন হয়রানির নিয়ে কথা বলা সবাইকে যৌন হয়রানির বিরুদ্ধে নীরব থাকার অলিখিত নিয়মের গণ্ডি থেকে বের হয়ে আস্তে সাহায্য করবে। এটা নিয়ে কথা বলা সহজ নয়, তবে এটা নিয়ে নীরব থাকা আরো কঠিন। আমার বিবেক আর এটা আমাকে চেপে রাখতে দিচ্ছে না।’
অভিযোগ অস্বীকার করে সামাজিক মাধ্যমে আলি জাফর লিখেন, ‘মিস শাফির আনা হয়রানিমূলক সকল অভিযোগ ও দাবি অস্বীকার করছি। আমি এই অভিযোগকে পেশাগতভাবে এবং গুরুত্ব দিয়েই মোকাবিলা করব, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আদালতেই এর ফয়সালা হবে। এর কারণে সামাজিক মাধ্যমে আমার অসম্মান হয়েছে একই সঙ্গে আমার পরিবার, এই ইন্ডাস্ট্রি এবং আমার ভক্তরাও এর সঙ্গে জড়িয়ে গেছে।’
এ ছাড়া সামাজিক মাধ্যমে নারীবাদী আন্দোলন ‘মি টু’-এর অংশ দাবি করে জাফর আরো বলেন, ‘আমি গভীরভাবে মি টু আন্দোলনকে সমর্থন করি। আমি ছেলেমেয়ের বাবা এবং একজন মায়ের সন্তান। আমি সেই মানুষ যে তাঁর নিজের জন্য, পরিবার, সহকর্মী, বন্ধুদের জন্য বহুবার অপবাদ, মানহানি ও নিষ্ঠুর আচরণের শিকার হয়েছি। আমি আজও একই কাজ করব। আমার লুকানোর কিছু নেই। নীরবতা আমার জন্য কোনো উপায় নয়।’