কান চলচ্চিত্র উৎসব
বায়োপিক নিয়ে হাজির ফুটবলার কেইলর নাভাস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/14/photo-1526292879.jpg)
দুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোতে দ্য জুখের নীল জলের সৌন্দর্যটা যেমন বদলেছে, তেমনি কানের পালে দ্য ফেস্টিভাল অ্যারেনায় উৎসবের রঙেও ধার কমেছে। সাথে যুক্ত হয়েছে রেল ধর্মঘট।
তবু এর মাঝেই সেলুলয়েডের তারকা রাজ্যে ষষ্ঠ দিনে চোখ কাড়লেন এক ফুটবল তারকা। কোস্টারিকা ও রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসের বায়োপিক ‘ম্যান উইথ ফেইথ’ দেখানো হচ্ছে উৎসবের মাশে দ্যু ফিল্ম অর্থাৎ ছবির বাজারে।
আর তা নিয়েই এই দিনের ম্লান আলোটা উজ্জ্বল প্রেস জোনে। স্টেডিয়ামের ফুটবল ম্যাচের খেলুড়ে মেজাজ নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হলেন রিয়াল তারকা কেইলর নাভাস। সাথে থাকলেন পরিচালক ডিঙ্গা হেইন্স। সেই ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নাভাস। বললেন, ছবিটি তাঁর বায়োপিক হলেও তাতে নতুন প্রজন্মের জন্য আছে অনুপ্রেরণা।
কেইলরের ভাষায়, ‘এই ছবির গল্পটা কোস্টারিকা শুধু নয়, সারা পৃথিবীর নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এতে আছে, কঠিন পরিশ্রম করলে সবসময় লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমার জীবনটাও তাই।’
কেইলরের মুখের কথা কেড়ে নিয়ে পরিচালক ডিঙ্গা বললেন, ‘ছবিটি কোস্টারিকার মতো দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। নাভাস আমাদের সেই নায়ক।’
আর নাভাস বললেন, ‘এটা অনেক দিনের ফসল। পরিচালক ডিঙ্গা হেইনসের সাথে আমরা কথা বলেছি দীর্ঘ সময় ধরে। কোস্টারিকা ফিল্ম অথরিটির সহায়তায় আমরা ছবিটি মাশে দ্যু ফিল্মে দেখাতে পারছি। কোস্টারিকার মতো ছোট দেশের জন্য এটি অবিশ্বাস্য উদ্যোগ।’
ছবির সংবাদ সম্মেলনে বাকি থাকবে কেন ফুটবল? তাই সাংবাদিকরাই এখানে স্ট্রাইকার। সামনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুল তারকা সালহাকে সামলানোর প্রসঙ্গটা এলো সাংবাদিকদের প্রশ্নে। যদিও নাভাসের উত্তরটা ঠিক পাওয়া গেল না।
কথা বলা শেষে অটোগ্রাফ দিতে ব্যস্ত হলেন এই কোস্টারিকা ও রিয়াল তারকা। খাতা বাড়িয়ে সেই অটোগ্রাফটা নিয়ে রাখলাম।