লাল মনোকিনিতে প্রিয়াঙ্কা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/14/photo-1526300280.jpg)
ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাডুকোন, সোনম কাপুর ও কঙ্গনা রানাউতের মত বলিউড তারকারা যখন কান উৎসব মাতাচ্ছেন তখন গ্ল্যামার ওয়ার্ল্ডকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ছুটি কাটাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে কিছুদিনের জন্য গ্ল্যামার ওয়ার্ল্ডকে ছুটি দিলেও গ্ল্যামার তাঁকে ছুটি দেয়নি। আর তাঁর প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবির মাধ্যমে। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ছবিতে লাল মনোকিনি পরে সূর্যস্নান করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।
যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে প্রিয়াঙ্কা একা আসেননি। সঙ্গে এসেছে গোটা পরিবার। তবে পরিবারের সঙ্গে এলেও প্রিয়াঙ্কা সময় কাটাচ্ছেন তাঁর নিজের মতো করেই। আর তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ব্রেভারলি হিলসের বিচে লাল মনোকিনিতে প্রিয়াঙ্কা। সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশের সাত ঘণ্টার মধ্যেই ছবিটির লাইকের সংখ্যা দাঁড়ায় চার মিলিয়নে।
সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘কোয়ান্টিকো’র নতুন মৌসুমের কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা। গুঞ্জন রয়েছে এটিই হতে পারে অ্যালেক্স প্যারিস চরিত্রে প্রিয়াঙ্কার শেষ উপস্থিতি। আর সেই পালে জোর হাওয়া জোগাচ্ছে ‘ভারত’ ছবিতে সালমান খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয়ের নিশ্চিত খবর।