শিক্ষার্থীর মাঝে ওমর সানি ও মৌসুমী
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির মিরপুরের ক্যাম্পাসে গত শনিবার ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া (এফটিডিএম) বিভাগের অভিনয় বিষয়ক সার্টিফিকেট কোর্সের প্রথম ব্যাচের ২০ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন ঢাকাই ছবির পরিচিত মুখ ওমর সানি ও মৌসুমী। বিশ্ববিদ্যালয়ের অভিনয় কোর্সসহ অন্যান্য শর্ট কোর্সের সঙ্গে যুক্ত আছেন পরিচালক জাকির হোসেন রাজু, তিনিও এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওমর সানি বলেন, ‘আমি নিজেও ভেবেছি এখানে এসে শিক্ষার্থী হিসেবে শিক্ষা নেব। আমি মনে করি শিক্ষার কোনো বয়স নেই।’
মৌসুমী বলেন, ‘অভিনয় অনেক জটিল একটি কাজ। শেখার সময় শুদ্ধ উচ্চারণসহ শব্দের ব্যবহারসহ নানা দিকে শিক্ষার্থীদের নজর দিতে হয়। আমি মনে করি এমন বিষয়গুলোর ওপর শিক্ষা প্রয়োজন। গ্রিন ইউনিভার্সিটিকে ধন্যবাদ এমন একটি কোর্স এখানে চালু করার জন্য।’
জাকির হোসেন রাজু বলেন, ‘আরজে কোর্সের জন্য আরজে রাজু, সালসা নাচের জন্য প্রশিক্ষক হিসেবে মিস্টার টেক এবং হিপ হপ নাচের জন্য স্বাগত মজুমদার এখানে ক্লাস নেবেন। এ ছাড়া মিউজিক, এডিটিংসহ মোট ৭টি সার্টিফিকেট কোর্স এখানে চালু করা হয়েছে। আশা করি, এখানের শিক্ষার্থীরা শিল্পচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
শনিবার বিশ্ববিদ্যালয় ভবনের অডিটরিয়ামে কোর্সের প্রথম ব্যাচের ২০ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফয়েজ খান, এফটিডিএম বিভাগের সহকারী অধ্যাপক আফজাল হোসেন খান, ইংরেজি বিভাগের চেয়ারপার্সন কে এম ওয়াজেদ কবির, সহযোগী অধ্যাপক শামীম মণ্ডলসহ আরো অনেকে।