পার্লার ব্যবসা শুরু করলেন নায়িকা রেসি
‘অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একটি বিউটি পার্লার দেব। কিন্তু তা আর করা হচ্ছিল না। বিষয়টি আমার স্বামী আগে থেকেই জানতেন। তিনি আমাদের না জানিয়ে এই পার্লারটির সবকিছু নিজেই গুছিয়ে ফেলেন। অনেকটা রেডি করে আমাদের সারপ্রাইজ দেন।’ কথাগুলো বলছিলেন নায়িকা মৃদুলা আহমেদ রেসি। পার্লারের নাম দেওয়া হয় ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন'।
গতকাল রোববার রাজধানীর দক্ষিণ বনশ্রী 'রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন'-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মনতাজুর রহমান আকবর, এক সময়ের জনপ্রিয় নায়িকা শাহারা, নায়িকা আন্না, অভিনেতা অভিসহ আরো অনেকেই।
মনতাজুর রহমান আকবর বলেন, ‘শিল্পীদের সব সময় সাজগোজ নিয়ে কাজ করতে হয়, তারা যদি কেউ বিউটি পার্লারের ব্যবসা করেন তাহলে সেটি ভালো। কারণ এই বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আশা করি চলচ্চিত্রের পাশাপাশি রেসি এই ব্যবসাতেও সুনাম অর্জন করবেন।’
রেসি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চলচ্চিত্রের মানুষ সব সময় আমার পাশে ছিলেন, এখনো আছেন। বিউটি পার্লারের উদ্বোধন করার জন্য আমি যাঁদের নিমন্ত্রণ করেছি, সবাই এসে দোয়া করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এরই মধ্যে আমি পার্লারটি গুছিয়ে ফেলব। আর আমি যেহেতু অভিনয় শিল্পী, সেই হিসেবে শিল্পীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখব, কিছুদিনের মধ্যে শিল্পীদের জন্য অফার ঘোষণা করব।’
২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা রেসির। এরপর একে একে বেশকিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ডিপজলের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা উপহার দেন তিনি। এ পর্যন্ত তাঁর অভিনীত ৪০টিরও বেশি সিনেমা মুক্তি পেয়েছে। বেশির ভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে।