রণবীর-আলিয়াকে নিয়ে দীপিকার সুরে সুর মেলালেন ক্যাটরিনা
রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন বলিউডে এখন কারো অজানা নয়। ভক্ত থেকে শুরু করে সবার কাছেই এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে রণবীর-আলিয়ার প্রেমের সম্পর্কের কথা।
আর সবার মতো তাঁদের এই সম্পর্কের ব্যাপারে অবগত রয়েছেন রণবীর কাপুরের সাবেক দুই প্রেমিকা দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ।
তাই রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে তাঁদের দুজনের মন্তব্য জানতে চায় গণমাধ্যম। গতকাল রোববার পাওয়া যায় দীপিকার মন্তব্য। দুজনের সম্পর্ক নিয়ে দীপিকা বলেছিলেন, ‘আমি তখনই এটা বিশ্বাস করব, যখন আমি সেটা সামনাসামনি দেখব অথবা আমি সামনাসামনি দেখে বিশ্বাস করব।’ এবার দীপিকার সুরে সুর মিলিয়েছেন ক্যাটরিনাও।
ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। যেখানে নিজের হাতে লেখা একটি বাক্য লিখেছেন তিনি। সেটি আর কোনো বাক্য নয় গতকাল রণবীর-আলিয়ার প্রেম নিয়ে দীপিকার মুখে বলা কথাটির লিখিত সংস্করণ। যদিও ছবিটির ক্যাপশনে কিছুই উল্লেখ করেননি ক্যাটরিনা তবে ভক্তদের আর বুঝতে বাকি নেই কথাটি দিয়ে তিনি কাকে বোঝাচ্ছেন। এদিকে, ক্যাটরিনার ঘনিষ্ঠজনেরা নিশ্চিত করেছেন লেখাটা তাঁর হাতেরই।
আলিয়া-রণবীরের প্রেমের গুঞ্জনের শুরুটা হয়েছিল ‘রাজি’ ছবির প্রিমিয়ারে রণবীরের আগমন দিয়ে। প্রিমিয়ার শেষে আলিয়াকে বাসায় পৌঁছে দেওয়া, সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনায় একসঙ্গে হাজির হওয়া এবং সর্বশেষ আলিয়াকে রণবীরের বোন ঋদ্ধিমার দেওয়া উপহার-এসব ঘটনাই গুজবের পালে দিয়েছে নতুন হাওয়া।
বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ‘ড্রাগন’ ছবিতে অভিনয় করছেন রণবীর-আলিয়া। বুলগেরিয়াতে প্রথম অংশের শুটিং শেষে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে হবে দ্বিতীয় অংশের শুটিং। ছবিতে রণবীর আলিয়া ছাড়াও আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও মৌনী রায়। ছবিটি পরের বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ক্যাটরিনা ব্যস্ত রয়েছেন ‘জিরো’ ছবির শুটিং নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। বড়দিন উপলক্ষে যা মুক্তি পাবে চলতি বছরের ২১ ডিসেম্বর। এ ছাড়া ক্যাটরিনার হাতে রয়েছে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটিও। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আমির খান, ফাতিমা সানা শেখ ও অমিতাভ বচ্চন। চলতি বছরের দীপাবলিকে কেন্দ্র করে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।