কৈশোরে কেমন ছিলেন হলিউড তারকারা?
বড়পর্দায় কিংবা কম্পিউটার স্ক্রিনে তাঁদের অতিমানবীয় রূপ আর ক্ষমতা দেখা যায় বরাবর। আগাগোড়া ঝলমলে, ঝকঝকে, একদম নিখুঁত তাঁদের কাঠামো, চালচলন, উপস্থিতি। এমনটা কিন্তু তারা সব সময়ই নন। একসময় তাঁরাও আর দশজন সাধারণ কিশোর-কিশোরীর মতোই বড় হয়ে উঠেছেন, দেখতেও তাঁদের ভবিষ্যতের আহামরি কোনো তারকা মনে করা কঠিন বটে! স্টিকিডের সুবাদে পাওয়া গেল হলিউড তারকাদের পুরোনো দিনের এমনই কিছু ছবি।
১. অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডে সবচেয়ে ব্যবসাসফল অভিনেত্রী বলা হয় এই অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি এখন পরিচালনাতেও নেমেছেন। ক্যারিয়ারে পেয়েছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, স্ক্রিন গিল্ড অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সম্মাননা।
২. ব্র্যাড পিট
উইলিয়াম ব্র্যাডলি পিটকে সবাই ব্র্যাড পিট নামেই চেনেন। মার্কিন এই অভিনেতা এবং প্রযোজকের জন্ম ১৯৬৩ সালে। অভিনয়ের জন্য পেয়েছেন অজস্র পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছেন বেশ কয়েকবার। অবশ্য অভিনয়ে না পেলেও প্রযোজনার সুবাদে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন!
৩. জর্জ ক্লুনি
জর্জ টিমোথি ক্লুনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, লেখক এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত এক তারকা। জন্ম আমেরিকায়। জিতেছেন অজস্র পুরস্কার। অভিনয় এবং প্রযোজনার সুবাদে দুবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও জিতেছেন।
৪. জনি ডেপ
জন ক্রিস্টোফার ডেপকে বহুরূপী অভিনেতা বললে ভুল হয় না। একেকবার একেক রূপে এসে হাজির হন বড়পর্দায়, আর চমকে দেন তাবৎ দর্শককে-এ তাঁর বরাবরের বৈশিষ্ট্য। গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ বহু পুরস্কার রয়েছে তাঁর ক্যারিয়ারে।
৫. রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট জন ডাউনি জুনিয়র একাধারে অভিনেতা, প্রযোজক এবং গায়ক। মাত্র পাঁচ বছর বয়সে বাবা রবার্ট ডাউনির (সিনিয়র) ছবি ‘পাউন্ড’ (১৯৭০) দিয়ে বড়পর্দায় অভিষেক তাঁর। বিভিন্ন ধরনের ছবির সঙ্গে অজস্র পুরস্কারে সম্মানিত হয়েছেন ক্যারিয়ার জুড়ে।
৬. ক্রিশ্চিয়ান বেল
ক্রিশ্চিয়ান চার্লস ফিলিপ বেল এ সময়ের প্রতিভাধর এক অভিনেতা। থ্রিলার, অ্যাকশন, ড্রামা, ডার্ক কমেডি কি সুপারহিরো-সব চরিত্রেই এই ব্রিটিশ অভিনেতার জুড়ি মেলা ভার। মেইনস্ট্রিম ছবির পাশাপাশি ছোট ছোট প্রজেক্ট কিংবা ইনডিপেনডেন্ট ছবিতেও নিয়মিত অভিনয় করেন তিনি।
৭. হেলেনা বনহ্যাম কার্টার
বাছা বাছা ছবিতে অভিনয়ের দক্ষতা দেখানোই হেলেনার বৈশিষ্ট্য। ‘ফাইট ক্লাব’, ‘সুইনি টোড’ ছবিতে ছাপ রেখেছেন ক্ষমতার। ‘এ প্যাটার্ন অব রোজেস’ নামের একটি টেলিভিশন সিরিজের মাধ্যমে অভিনয় শুরু করেন এই ব্রিটিশ অভিনেত্রী।
৮. স্টিভ বুসেমি
প্রতিভাবান এই অভিনেতার ক্যারিয়ারে রয়েছে অজস্র প্রশংসিত ছবি। ‘মিস্ট্রি ট্রেন’, ‘রেজার্ভোয়্যার ডগস’, ‘ডেসপারেডো’, ‘কন এয়ার’-এর মতো নন্দিত এবং ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। এইচবিওর সিরিজ ‘বোর্ডওয়াক এম্পায়ার’ তাঁকে নিয়ে গেছে ভিন্ন এক উচ্চতায়। অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং লেখালেখিতেও সাবলীল।
৯. গিনেথ প্যালট্রো
আমেরিকার এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন ফুড ক্রিটিকও বটে, নিয়মিত লেখালেখি করেন খাবারদাবার নিয়ে। এ ছাড়া মাঝেমধ্যে গানও করেন! ‘শেকসপিয়র ইন লাভ’, ‘এমা’, ‘সেভেন’-এর মতো ছবিগুলোর জন্য জনপ্রিয়।
১০. ড্যানিয়েল ক্রেইগ
২০০৬ সালের শেষদিকে ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির মাধ্যমে আপামর দর্শক চিনেছিলেন নতুন বন্ড ড্যানিয়েল ক্রেইগকে। এই ব্রিটিশ অভিনেতার পুরো নাম ড্যানিয়েল রুটন ক্রেইগ। বন্ড সিরিজের ছবি ছাড়াও ‘ডিফায়েন্স’, ‘এলিজাবেথ’, ‘রোড টু পার্ডিশন’, ‘মিউনিখ’-এর মতো ছবিতে প্রমাণ করেছেন তিনি আসলেই জাত অভিনেতা!