প্রাক্তন স্ত্রীর বাড়িতে হৃতিকের ঈদ পার্টি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/23/photo-1535035081.jpg)
বলিউড তারকা হৃতিক রোশন ও সুসান খানের বিবাহবিচ্ছেদ হলেও কখনোই তাঁরা খুব একটা বিচ্ছিন্ন হননি। একে-অপরকে সময় দিয়েছেন। বিশেষ করে তাদের সন্তান হৃহান ও হৃধানের সঙ্গে তাঁরা দেখা করেছেন একসঙ্গে। দেশের বাইরেও প্রাক্তন এ স্বামী-স্ত্রী সন্তানদের নিয়ে বেড়াতে গেছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হৃতিক সুসানের বাবা সঞ্জয় খানের বাসভবনে যান। ঈদ পার্টিতে অংশ নেন। অনলাইনে প্রকাশিত বেশ কিছু ছবি এর সাক্ষ্য দিচ্ছে, যদিও এ খবর বিস্ময়ের নয়। গুঞ্জন আছে, হৃতিক-সুসানা ফের একত্রিত হতে চাচ্ছেন। বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।
একটি ছবিতে দেখা যায়, গাড়ির পেছনের সিটে বসে আছেন হৃতিক। ঈদ পার্টিতে স্বামী সাহিল সংঘের সঙ্গে দিয়া মির্জাকে দেখা যায়। এ ছাড়া ছিলেন কিম শর্মা, জ্যাকি ভাগনানি ও কারিশমা তন্না।
মজার ব্যাপার হলো, অনলাইনে প্রকাশিত কোনো ছবিতেই সুসান খানকে দেখা যায়নি। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রাক্তন স্ত্রী সুসান খানের বাবা-মার বাড়িতে হৃতিক রোশন ছবি : সংগৃহীত
২০০০ সালে হৃতিক-সুসানের বিয়ে হয়। ১৪ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। যাহোক, কাগজে-কলমে বিচ্ছেদ হলেও তাদেরকে প্রয়োজনে একে-অপরের পাশে থাকতে দেখা যায়। বিচ্ছেদের পর সুসানকে নিয়ে নানা গুঞ্জনের সময়ও হৃতিক তাঁর পাশে ছিলেন। একবার খবর বেরিয়েছিল, বিচ্ছেদের জন্য সুসান অনেক টাকাপয়সা দাবি করেছেন। হৃতিক সে খবর উড়িয়ে দেন।
অন্যদিকে আরেক তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে যখন হৃতিকের প্রেম ভেঙে যায়, তখনও পাশে ছিলেন সুসানা। হৃতিক-কঙ্গনার বাকবিতণ্ডা চরমে পৌঁছেছিল। এমনকী দুজন দুজনকে উকিল নোটিশ পর্যন্ত পাঠিয়েছিলেন। ওই দিনগুলিতেও হৃতিকের পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী!
হৃতিক এখন ‘সুপার ৩০’ ছবি নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন। বিহারের গণিত-বিস্ময় আনন্দ কুমারের জীবনী নিয়ে এ ছবি নির্মিত হচ্ছে। একটি নতুন ছবিতে হালের ক্রেজ টাইগার শ্রফের সঙ্গেও তাঁকে দেখা যাবে।