পূজামণ্ডপে মিমের ধনুচি নাচ

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন ছিল গতকাল। শুভ বিজয়া দশমীতে পূজামণ্ডপে ধনুচি নাচ পরিবেশন করেন মিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করার পর অনেক ইতিবাচক মন্তব্য পেয়েছেন ‘পদ্ম পাতার জল’ খ্যাত এই তারকা। এবার শারদীয় দুর্গোৎসব মিম পালন করেছেন বাগেরহাটে তাঁর দাদার বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন তিনি।
মিম বলেন, ‘দাদার বাড়ির পূজাপণ্ডপে কাজিনদের সঙ্গে ধনুচি নাচ করেছি। ভালোই লেগেছে। এবার পরিবার এবং কাছের আত্মীয়স্বজনদের সঙ্গে আমার পূজার সময়গুলো স্মরণীয় হয়ে থাকবে অনেকদিন।’
দুর্গোৎসবের আগেই ভক্তদের নতুন খবর জানিয়েছেন ঢালিউড এই কন্যা। চুক্তিবদ্ধ হয়েছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবিতে। এখানে তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ। এ ছাড়া রয়েছেন শক্তিমান অভিনেতা জাহিদ হাসান। দুর্গোৎসব শেষ করেই সাপলুডুর শুটিংয়ের প্রস্তুতি নিবেন ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির নায়িকা মিম।