এবার মুখ খুললেন ইয়াশিকা

ভারতজুড়ে এখন চলছে যৌন নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’। এবার মুখ খুললেন বিগ বস তামিল তারকা ইয়াশিকা আনন্দ। দক্ষিণে বেশ জনপ্রিয় অভিনেত্রী ইয়াশিকা। ‘ধুরুবঙ্গল পথিনারু’ ও ‘নোটা’র মতো দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ইয়াশিকা বলেছেন তাঁর জীবনে ঘটে যাওয়া হেনস্তার কথা।
ইয়াশিকা বলেন, কে-টাউনের এক জনপ্রিয় পরিচালক তাঁর কাছ থেকে ‘যৌনসুবিধা’ নিতে চেয়েছিলেন। এ অভিনেত্রী বলেন, তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ইয়াশিকার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য সেই পরিচালক সরাসরি তাঁর মায়ের কাছে প্রস্তাব দিয়েছিলেন।
ইয়াশিকা আনন্দ এ-ও বলেন, একবার তিনি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নেন, যিনি তাঁর সঙ্গে ‘সীমা অতিক্রম’ করেছিলেন। পুলিশ স্টেশনেই ওই কর্মকর্তা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।
ইয়াশিকার অভিযোগ, একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক ও টিমের অন্যরা তাঁর সঙ্গে বাজে আচরণ করেছিলেন। এমনটা অনেক অভিনেত্রীর সঙ্গেই হয় বলে মত দেন ইয়াশিকা।
পাকিস্তানি বংশোদ্ভূত এ তরুণ তামিল অভিনেত্রী বলেন, হেনস্তাকারীদের বিরুদ্ধে আরো নারীর মুখ খোলা দরকার। তাহলেই অপরাধ কমে আসবে।
ইয়াশিকা আনন্দকে সর্বশেষ বিজয় দেবারাকোনডার ‘নোটা’ ছবিতে দেখা গেছে। তাঁর হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে।
মডেলিংয়েও বেশ নামডাক ইয়াশিকার। ছবি : ইনস্টাগ্রাম
ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ বৈরামুথু, রাধা রবি, সুসি গনেশ ও জন বিজয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।
গত মাসে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন সাবেক বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ, এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে নানা তাঁকে হেনস্তা করেছিলেন। এর পরই শুরু হয় মিটু আন্দোলন। বলিউডের অলোক নাথ, সুভাষ ঘাই, বিকাশ বেহল ও অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের নাম উঠে আসে হেনস্তাকারীর তালিকায়।
প্রায় প্রতিদিনই বিনোদন জগতের কেউ না কেউ তাঁদের জীবনে ঘটে যাওয়া হেনস্তার গল্প বলছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা জরুরি। সূত্র : ইন্ডিয়া টুডে