ভালোবাসার এক বছর

বলিউড অভিনেতা দম্পতি ঈশিতা দত্ত ও বৎসল শেঠ নিজেদের ব্যস্ত সময় থেকে খানিকটা অবসর বের করে তাঁদের বিবাহবার্ষিকীর ছুটি কাটাচ্ছেন। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এ যুগল উদযাপন করছেন তাঁদের ভালোবাসার এক বছর।
ঈশিতা ও বৎসল দুজনেই তাঁদের নিজ নিজ ইনস্টাগ্রাম টাইমলাইনে বালির ছুটির দিনগুলোর ছবি ও ভিডিও শেয়ার করছেন। গত বছরের ২৮ নভেম্বর ঈশিতা দত্ত বিয়ে করেছিলেন বৎসল শেঠকে।
গতকাল বুধবার এ দম্পতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। বৎসল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার প্রেম, ঈশিতা দত্ত।’
স্ত্রী ঈশিতা দত্তও ইনস্টাগ্রামে বিবাহবার্ষিকীর পোস্ট লিখে বৎসলকে অভিনন্দন জানিয়েছেন, ‘শুভ বার্ষিকী বৎসল শেঠ। অসাধারণ বছর কাটালাম একসঙ্গে... অনেক অনেক ভালোবাসি তোমাকে।’ বেশ কয়েকটি চুমুর ইমোকনও দেন তিনি।
বালি থেকে এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঈশিতা দত্ত
গত বছর মুম্বাইয়ে ঈশিতা দত্ত ও বৎসল শেঠের বিয়ে হয়েছিল। খুব একটা ঘটা করে হয়নি এ বিয়ে। বিয়েতে তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই কেবল উপস্থিত ছিলেন। অভিনেতা সোহেল খান ও ববি দেওলও বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
বৎসল শেঠ টেলিভিশন ধারাবাহিক ‘জাস্ট মহাব্বত’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ‘টারজান’ ও ‘হিরোস’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে। ‘এক হাসিনা থি’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ফের ছোটপর্দায় ফেরেন বৎসল। সম্প্রতি ছোট্পর্দায় ‘হাসিল’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
অন্যদিকে সাবেক মিস ইন্ডিয়া ও ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্তর ছোট বোন ঈশিতা দত্ত। ঈশিতা ২০১২ সালে অজয় দেবগনের সঙ্গে ‘দৃশ্যম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। ২০১৭ সালের ‘ফিরঙ্গি’ ছবিতেও অভিনয় করেছিলেন ঈশিতা।