নাঈমের জন্মদিনে নাদিয়ার কেক
অভিনেতা এফ এস নাঈমের জন্মদিন ছিল গতকাল ২৯ নভেম্বর। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভক্ত, অনুসারী, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হন এই অভিনেতা।
বিশেষ এই দিনটি আরো রঙিন করে তোলেন তাঁর জীবনসঙ্গী অভিনেত্রী নাদিয়া আহমেদ। প্রিয়জনের জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষ একটি কেক উপহার দিয়েছিলেন। কেকে শোভা পাচ্ছিল একজন মিউজিশিয়ান, একটা গিটার ও ল্যাগেজ।
অভিনয়ের পাশাপাশি নাঈম শখ করে গান শোনান। গান নাঈমের নেশা ও ভালোলাগার বিষয়। হয়তো এ কারণেই নাঈমকে নাদিয়া এই বিশেষ কেক উপহার দিয়েছেন। সেটা পেয়েও খুশি ও বিস্মিত হন নাঈম।
কেকের ছবি ফেসবুকে শেয়ার করে নাঈম আজ লিখেছেন, ‘খুব সুন্দর জন্মদিনের কেক দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ নাদিয়া আহমেদ। বিস্মিত হয়েছি। সত্যি অসাধারণ একটা দিন কেটেছে। নাদিয়া এবং সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’
অন্যদিকে, নিজের অনুভূতি প্রকাশ করে এনটিভি অনলাইনকে নাঈম বলেন, ‘জন্মদিন সব সময় স্পেশাল। সবার শুভেচ্ছা পেয়েছি। ভালো লেগেছে। সবাই দোয়া করবেন যেন সামনে আরো ভালো কাজ উপহার দিতে পারি। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।’
২০১৬ সালের ১৪ জানুয়ারি বিয়ে করেন নাঈম ও নাদিয়া। বিয়ের পর নিয়মিত শোবিজে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় এই তারকা দম্পতি।