এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকবে না বাংলাদেশের সিনেমা
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবার উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে।
তবে এবার এই উৎসবে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে না। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।
গৌতম ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।
শুধু সিনেমা নয়, উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই। এ উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে থাকেন সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে সেজেছে কলকাতার নন্দন চত্বর। সেজে উঠেছে কলকাতার বিভিন্ন স্থান। এবার উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।
কলকাতা চলচ্চিত্র উৎসবে কয়েক বছর ধরে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফ-এ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়।