নির্বাচন করবেন অমিত হাসান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নির্বাচন করবেন অভিনেতা অমিত হাসান। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন নিজেই।
এ বিষয়ে অমিত হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করব। তবে সভাপতি, না সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করব—তা এখনই ঠিক বলতে পারছি না। এ দুই পদ থেকে যেকোনো একটিতে আমি নির্বাচন করব। শাকিব খান, ওমর সানীসহ আমার কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলে পদ নির্ধারণ করব।’
অমিত আরো বলেন, ‘আমি এর আগে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে কাজ করেছি। সাধারণ শিল্পীরা জানেন, আমি সমিতিকে কতটা ভালোবাসি। তা ছাড়া আমি মনে করি, শিল্পীদের হয়ে কাজ করার জন্য সমিতিতে পদ প্রয়োজন হয়। আমি গত নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম। তখনই আমার সভাপতি হিসেবে নির্বাচন করার কথা ছিল। কিন্তু বন্ধু ওমর সানীর অনুরোধে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম।’
২০১৭ সালের ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খানের প্যানেল বিজয়ী হয়। আগামী বছর মে মাসে সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অমিত হাসান বর্তমানে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহম্মেদ রনি।