সব্যসাচীর সঙ্গে অভিনয় করবেন তিশা

কলকাতার চলচ্চিত্র ‘বোবা রহস্য’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও আমান রেজা। ছবিটি পরিচালনা করছেন অভিষেক বাগচি। আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
অভিনেতা আমান রেজা বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে এমন একটি কাজের সাথে যুক্ত হতে পেরে। এরই মধ্যে বাংলাদেশ থেকে আমি ও তিশা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ১২ জানুয়ারি থেকে আমাদের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঝারখণ্ড ও কলকাতায় এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে।’
আমান আরো বলেন, ‘বাংলাদেশে তিশা আমার পছন্দের অভিনয় শিল্পী, তার সাথে কাজ করাটা আমার জন্য সুন্দর একটি জার্নি হবে। আমার পছন্দের আরেকজন শিল্পী কলকাতার সব্যসাচী চক্রবর্তী। উনার অভিনয় সব সময়ই দেখি। বিশেষ করে উনার গোয়েন্দা কাহিনীর ছবিগুলো আমার অনেক ভালো লাগে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর উনি গোয়েন্দা কর্মকর্তা হিসেবে যুক্ত হচ্ছেন- এটাও আমার জন্য বড় পাওয়া।
ছবির গল্প নিয়ে আমান বলেন, ‘এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন তিশা। তাকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়। তিশার সাথে আমার ভালোবাসা হয়। এরই মধ্যে ঘটতে থাকে কিছু ঘটনা। এর বেশি বলা যাবে না। সেই রহস্য উন্মোচন করতে মাঠে নামেন সব্যসাচী চক্রবর্তী।’
সায়েন্টিফিক থ্রিলার, সাসপেন্স, প্রেম ও গোয়েন্দাধর্মী গল্পের ছবিটি প্রযোজনা করবেন সাগর সেন। তিশা, আমান রেজা ছাড়া কলকাতার শিল্পীদের মধ্যে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল ব্যানার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, অরিন্দম বাসু প্রমুখ। ঝারখণ্ড, কলকাতা ও বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে । বাংলাদেশে ছবিটি পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া।