বড়দিনে এক ফ্রেমে

আজ বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। যদিও ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, বিশেষ করে বি-টাউনে। এ উৎসব উপলক্ষে গত রাতে বলিউড তারকাদের অনেকে বিশেষ পার্টি দিয়েছেন। সবাই পরিবারের লোকজন, স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
বড়দিন উপলক্ষে বাবা সাইফ আলি খানের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ‘কেদারনাথ’ দিয়ে অভিষেক হওয়া বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাইফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা। সঙ্গে ছিলেন ভাই ইব্রাহিম আলি খান।
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সাইফ বিয়ে করেন লাস্যময়ী অভিনেত্রী কারিনা কাপুরকে। তাঁদের ঘরে আছে দুই বছরের ছোট্ট আদুরে ছেলে তৈমুর আলি খান, তারকা সন্তানদের মধ্যে যে সবচেয়ে বেশি জনপ্রিয়।
সাইফ-অমৃতার সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান থাকেন মায়ের কাছে।
বাবা সাইফ আলি খানের সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন সারা। ক্যাপশন দিয়েছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা।’
ছবিতে সারার সঙ্গে বাবা সাইফ, তৈমুর, ইব্রাহিম আর কারিনাকেও দেখা যাচ্ছে। হাসিমুখে পোজ দিয়েছেন সবাই।
বাবা সাইফ, ভাই ইব্রাহিম ও তৈমুরের সঙ্গে সারা। ছবি : ইনস্টাগ্রাম
বলিউড দেবী সারা আলি খান, যাঁর উপস্থিতি রুপালি পর্দাকে আলোকিত করেছে। নিজের প্রথম চলচ্চিত্রেই কেড়ে নিয়েছেন অসংখ্য তরুণের মন। রূপের প্রশংসা তো আছেই, চিত্রসমালোচকরা তাঁর গুণের প্রশংসায়ও পঞ্চমুখ। দুটো সিনেমা দিয়ে বছরের শেষ মাসটিকে করছেন উজ্জ্বল। আসছে বহু প্রস্তাব।
চলতি মাসের ৭ ডিসেম্বর মুক্তি পায় অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’। এ ছবি দিয়েই বলিউডে পা রাখেন সারা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সারা অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি পরিচালিত এ সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন সদ্য বিবাহিত রণবীর সিং। অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ কর্মকর্তা হয়ে ওঠার গল্প অ্যাকশনধর্মী এ ছবি।
শোনা যাচ্ছে, পরিচালক ইমতিয়াজ আলির হিট সিনেমা ‘লাভ আজকাল’-এর দ্বিতীয় কিস্তিতে জুটি বাঁধতে যাচ্ছেন সারা আলি খান ও তাঁর বাস্তব জীবনের ক্রাশ কার্তিক আরিয়ান। এর প্রথম কিস্তির নায়ক-নায়িকা ছিলেন সারার বাবা সাইফ ও দীপিকা পাড়ুকোন। বর্তমান সময়ের আলোকে নতুন করে প্রেমের গল্প সাজাবেন নির্মাতা। শিগগিরই ‘লাভ আজকাল টু’র শুটিং শুরু হতে চলেছে।
কার্তিককে সারা ‘ক্রাশ’ বলার পর থেকে এ যুগল প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন। সারা এমনও বলেছেন, কার্তিকের সঙ্গে তিনি ডেট করতে চান। কিছুদিন আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারাকে প্রথমবার হাত মিলিয়ে দেন ‘সিম্বা’র সহ-অভিনেতা রণবীর সিং। সূত্র : বলিউড লাইফ