ইমরানকে একহাত নিলেন ঐশ্বরিয়া?

অনন্ত সৌন্দর্যের আধার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স বাড়লেও দিনে দিনে আরও রূপবতী হচ্ছেন ‘তাল’ অভিনেত্রী। ঐশ্বরিয়া সর্বদাই আত্মমর্যাদা নিয়ে চলেন। বিশ্বজোড়া নামডাক তাঁর। সাবেক এ বিশ্বসুন্দরীর রয়েছে প্রজ্ঞা ও কাণ্ডজ্ঞান। জানেন, কখন কোথায় কী বলতে হবে।
সম্প্রতি একটি চ্যাট শোতে সেই প্রমাণ দেখালেন ঐশ্বরিয়া রাই। ভারতের নামকরা বিনোদন পোর্টাল ফিল্মফেয়ার একটি প্রতিবেদনে জানিয়েছে, ওই শোর র্যাপিড ফায়ার রাউন্ডে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করা হয়, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বাজে মন্তব্য কোনটি? উত্তরে ৪৫ বছরের এ সুন্দরী বলেন, ‘ফেক অ্যান্ড প্লাস্টিক’।
মনে আছে, বলিউডের কোন অভিনেতা ঐশ্বরিয়া সম্পর্কে এমন অস্বস্তিকর মন্তব্য করেছিলেন?
হ্যাঁ, এই অভিনেতা হলেন একসময় ‘সিরিয়াল কিসার’ বলে সমধিক পরিচিত ইমরান হাশমি।
নির্মাতা-প্রযোজক করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মৌসুমে ঐশ্বরিয়া রাইকে ‘প্লাস্টিক’ আখ্যা দিয়েছিলেন ইমরান হাশমি। যদিও পরে এই অভিনেত্রীর কাছে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। আত্মপক্ষ সমর্থন করে ইমরান বলেছিলেন, ‘রসিকতাচ্ছলে’ ওই মন্তব্য করেছিলেন তিনি।
বিয়ের পর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অভিনেত্রী তাঁর স্বামী অভিষেক বচ্চন ও আদুরে কন্যা আরাধ্যার সঙ্গেই বেশিরভাগ সময় কাটান। স্ত্রী হিসেবে ঐশ্বরিয়া গর্বিত, মা হিসেবেও যত্নশীল। পারিবারিক জীবনে তিনি তাঁর সেরা ভূমিকাটিই পালন করছেন।
শোনা যাচ্ছে, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘গুলাব জামুন’ ছবিতে জুটি বাঁধবেন ঐশ্বরিয়া রাই। এর আগে এ যুগল ‘কুচ না কাহো’, ‘ধাই আকসার প্রেম কে’ ও ‘গুরু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সূত্র : বলিউড বাবল