সমাজ এখনো সত্য গ্রহণে অক্ষম
নন্দিতা দাশ পরিচালিত মান্টো সিনেমায় প্রখ্যাত সাহিত্যিক সাদত হাসান মান্টোর ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। তবে সেই সিনেমা পাকিস্তানে মুক্তি না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ভিন্নধর্মী চলচ্চিত্রের জন্য খ্যাত এ অভিনয়শিল্পী।
এ প্রসঙ্গে নওয়াজ বলেছেন, সমাজ এখনো কড়া সত্যগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে খুবই অনমনীয়।
সিনেমাটি মুক্তি পাবে না, এমন খবর প্রকাশের পর পাকিস্তানের বিভিন্ন শহরে লেখক, সমাজকর্মী ও সাংবাদিকরা জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ দেখান। এ প্রতিবাদকে স্বাগত জানিয়ে প্রতিবাদীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছবির পরিচালক।
সংবাদ সংস্থা আইএএনএসকে নওয়াজুদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘সমাজের বেশিরভাগই সত্যিটাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে পারেননি। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সময় আবদ্ধ হয়ে আছে। এ জন্যই সাদত হাসান মান্টো আজও প্রাসঙ্গিক।’
‘তবে চিরকালই কিছু উদার মনের মানুষ, লেখক, গল্পকার ও বুদ্ধিজীবী থাকেন; আজও আছেন। তাঁরা সিনেমাটির পাশে দাঁড়িয়েছেন। তবে তাঁরা সংখ্যালঘু’, যোগ করেন নওয়াজুদ্দিন সিদ্দিকি।
তাঁর এই চিন্তা কি নেতিবাচক হয়ে যাচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে নওয়াজ বলেন, ‘আমাকে ভুল বুঝবেন না, আমি বলতে চেয়েছি এই অল্প উদার মনের মানুষের জন্যই আজও পৃথিবী বাসযোগ্য। আজও আমরা সে কারণে স্বপ্ন দেখি, সত্যের পাশে দাঁড়াতে সাহস পাই। না হলে মানুষ শুধু পরস্পরকে আক্রমণের ছুতো খুঁজত।’
গেল বছরের সেপ্টেম্বরে ভারতে মুক্তি পায় মান্টো। ছবিতে নওয়াজ ছাড়াও অভিনয় করেন রসিকা দুগাল, দিব্যা দত্ত, পরেশ রাওয়াল ও ঋষি কাপুর। কান, টরোন্টোর মতো অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমা পৌঁছেছে। কিন্তু ভারতের বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এ ছবি।
নওয়াজুদ্দিনকে সর্বশেষ দক্ষিণী চলচ্চিত্র ‘পেত্তা’য় দেখা গেছে। এ ছবিতে আরো রয়েছেন মহাতারকা রজনীকান্ত। তাঁর অভিনীত আসন্ন চলচ্চিত্র ঠাকরে। সূত্র : এনডিটিভি