ওয়েব সিরিজে এবারই প্রথম নায়লা নাঈম

প্রথমবারের মতো অভিনয় করেছেন দেশীয় শোবিজের পরিচিত নাম নায়লা নাঈম। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করলেও এই প্রথম তিনি অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজে।
‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ শিরোনামের ওয়েব সিরিজটি কলকাতার শট-কাট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গত ২৪ জানুয়ারি। বাংলাদেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হয়েছে এই সিরিজটি।
পরিচালক শামীমুল ইসলাম শামীমের সংলাপ ও চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের টুম্পা আহম্মেদ ও কলকাতার শর্মা। নায়লার বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা সাঈফ চন্দন। এটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন আকাশ নিবিড়।
এ বিষয় নায়লা নাঈম বলেন, ‘আমি সব সময় মানুষের বিনোদন নিয়ে কাজ করতে চাই। এর আগে আমি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং আইটেম গানে কাজ করেছি। প্রথম বারের মতো আমি অভিনয় করলাম। নিজের মধ্যে একটা প্রত্যাশা কাজ করছে, একই সাথে ভয়ও করছে। কারণ দর্শক আমরা আগের কাজগুলো পছন্দ করেছেন। আমার অভিনয় কেমন লাগবে বলতে পারছি না। তারপরও আমি সবাইকে বলব, আপনার আমার প্রথম অভিনয়টি দেখুন। আপনাদের কাছে ভালো লাগবে।’
ওয়েব সিরিজে কাজ করা নিয়ে নায়লা আরো বলেন, ‘এখন আর মানুষ নির্দিষ্ট সময় ধরে কিছু দেখতে চায় না। নিজের ফ্রি সময়টা নিজের মতো করে বিনোদন নেওয়ার চেষ্টা করে। যে কারণে আমি ইউটিবের কাজগুলোতে বেশি ফেবার করছি। এখানে যে যখন ইচ্ছে নিজের মতো করে দেখতে পারবে। সবাই যদি আমার কাজ পছন্দ করেন তবে আমি নিয়মিত অভিনয় করতে আগ্রহী।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ স্বল্পদৈর্ঘ্যটির কালার করেছেন এইচ এম সোহেল। আবহ সংগীত এনজেলা মনজুর এবং এডিটিং করেছেন সুজন শুভ্র।