জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু
গতকাল বুধবার ৩০ জানুয়ারি ছিল সাহিত্য ও চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র জহির রায়হানের প্রয়াণ দিন। দিনটি উপলক্ষ করে যাত্রা শুরু করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহির রায়হানের ছোট বোন শাহেন শা। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক মসিউদ্দিন শাকের, চলচ্চিত্র শিক্ষক, গবেষক ও সমালোচক অনুপম হায়াত, ইউল্যাবের শিক্ষক সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।
জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটে শুরুতে তিন মাসের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু করা হবে, পরে ধাপে ধাপে চলচ্চিত্রের নানা মাধ্যমের বিশেষায়িত কোর্স চালু করা হবে। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ জহির রায়হানের চলচ্চিত্রের দর্শন ও আদর্শ চলচ্চিত্রের ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এ ছাড়া এই কোর্সে বাংলাদেশের চলচ্চিত্রের বাঁকে বাঁকে হিরালাল সেন, তারেক মাসুদ, আনোয়ার হোসেনসহ যেসব চলচ্চিত্রকার বাংলাদেশের চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছেন পৃথিবীর মঞ্চে, তাঁদের নিয়ে থাকবে বিস্তৃত আলোচনা। এ ছাড়া চলচ্চিত্রের নানা রকম কারিগরি দিক নিয়ে পাঠদান করানো হবে। আর পাঠদান শেষে শিক্ষার্থীদের একটি করে চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে হাতেকলমে চলচ্চিত্র নির্মাণ শেখানো হবে।
জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের গভর্নিং বডিতে থাকছেন জহির রায়হানের সহধর্মিণী চিত্রনায়িকা সুচন্দা।
জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন শংকর সাঁওজাল।
এ ছাড়া ইনস্টিটিউটের কোর্স পরিচালক হিসেবে থাকবেন চলচ্চিত্রকার প্রদীপ ঘোষ আর কোর্স সমন্বয়ক হিসেবে থাকছেন চলচ্চিত্রকার সুবীরময় সেন।