হঠাৎ কেনিয়ায় কেন সারা আলি খান?

বলিউডে মাত্র দুটো চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা আলি খান, আর দুই ছবি দিয়েই বাজিমাত করেছেন এ তারকাকন্যা। জয় করেছেন অগণিত মানুষের মন।
অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান এরই মধ্যে দর্শকের সুইটহার্টে পরিণত হয়েছেন। নামকরা পরিচালক ও চিত্রসমালোচকরা বলছেন, সুপারস্টার হওয়ার মতো সব গুণই আছে এই সুন্দরীর।
বক্স অফিসে নিজের প্রথম ছবি ‘কেদারনাথ’ মোটামুটি ব্যবসা করলেও অভিনয়ের প্রশংসা পান সারা। আর দ্বিতীয় ছবি ‘সিম্বা’ তাঁকে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। গত ২৮ ডিসেম্বর পর্দায় ওঠে ছবিটি এবং এখনো প্রেক্ষাগৃহগুলোতে চলছে। শুধু ভারতের বক্স অফিসে এ পর্যন্ত ছবিটির আয় ২৪০ কোটি রুপি।
পরপর দুটো চলচ্চিত্রের সাফল্যের পর সারা এখন ছুটি কাটাচ্ছেন। তাঁর ভ্রমণসঙ্গী মা অমৃতা সিং। ২৩ বছরের এই সুন্দরী মাকে নিয়ে কেনিয়ায় গেছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে সেই স্বপ্নিল ভ্রমণের ছবিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন সারা।
এর আগে সারা জানিয়েছিলেন, সুযোগ পেলেই মাকে নিয়ে ভ্রমণে বেরোবেন। কথা রাখলেন তিনি।
সামাজিক মাধ্যমে ছবি বা ভিডিও, সারা যা-ই পোস্ট করেন না কেন, ভাইরাল হবেই। এবারও তার অন্যথা হলো না। এ পর্যন্ত সারার ছবি দুটোতে লাইক পড়েছে নয় লাখের কাছাকাছি। মায়ের সঙ্গে সূর্যাস্ত দর্শনের ছবিগুলো ভক্তদের মন জয় করেছে।
কেনিয়ায় মায়ের সঙ্গে সূর্যাস্ত দেখছেন সারা আলি খান। ছবি : ইনস্টাগ্রাম
সম্প্রতি সারা আলি খান বলেছেন, তিনি আসলে মায়ের কন্যা। মায়ের জন্য সবকিছুই করতে পারেন তিনি।
নিজেদের ছবিতে নেওয়ার জন্য যখন মূলধারার পরিচালকরা সারার লাইন ধরেছেন, তখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাঁকে রুপালি পর্দায় মা ও বাবার সঙ্গে দেখবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মা অমৃতা সিংয়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সারা বলেন, মা তাঁর সঙ্গে কাজ করবেন বলে মনে করেন না তিনি। কিন্তু কেন কন্যার সঙ্গে অভিনয় করবেন না অমৃতা?
বিষয়টি ব্যাখ্যা করে সারা আলি খান বলেন, ‘আমি মনে করি না, সে (অমৃতা) আমার সঙ্গে কাজ করবে। তবে বাবা করবে বলে মনে হয়, কিন্তু মা করবে না। কারণ শট নেওয়ার সময় আমার দিকে ভ্রু কুঁচকে ড্যাবড্যাব করে তাকাবে... কারণ সে আমার মা। তাই আমি মনে করি, আমার সঙ্গে কাজ করাটা তাঁর জন্য সবচেয়ে পচা ব্যাপার হবে এবং সম্ভবত আমার জন্য তাঁর সঙ্গে কাজ করাটা হবে সবার সেরা। মা করবে না।’
বক্স অফিসে ‘সিম্বা’র ব্যাপক সাফল্যের পর তৃতীয় ছবির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সারা। সূত্র : ইন্ডিয়া টুডে
কেনিয়ার বন্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করছেন মা-কন্যা। ছবি : ইনস্টাগ্রাম