রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাচ্ছেন অভিনেত্রী শিল্পা?

বলিউড ও রাজনীতি হাতে হাত ধরে চলে, তাই নয় কি? বেশ কয়েক বছরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন খ্যাতিমান বলিউড তারকারা, লড়েছেন নির্বাচনে। অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, হেমা মালিনী, কিরণ খেরসহ অনেকেই সংসদ সদস্য হয়েছেন এবং রেখে চলেছেন তাঁদের অবদান।
শোনা যাচ্ছে, ‘ভাবিজি ঘর পার হ্যায়’ অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ বিজয়ী শিল্পা শিন্ধে কংগ্রেস দলে যোগ দিতে চলেছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিনোদন দুনিয়ায় ঠোঁটকাটা হিসেবে বেশ সুনাম শিল্পার। তাঁকে ঋষি কাপুর ও পরেশ রাওয়াল অভিনীত ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’র একটি আইটেম গানে দেখা গিয়েছিল।
এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনে ক্যারিয়ার শিল্পার। বিভিন্ন বিতর্কে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। টেলিভিশন শো ‘ভাবি’ দিয়ে অভিষেক হলেও ‘ভাবিজি ঘর পার হ্যায়’-এর আঙ্গুরি ভাবির চরিত্রে অভিনয় করে বিখ্যাত হন তিনি।
এই শো থেকে তাঁর বেরিয়ে যাওয়া নিয়েও বেশ বিতর্ক উঠেছিল। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেরিয়ে যান, তবে চুক্তি নিয়ে ঝামেলা পোহাতে হয়েছিল তাঁকে। প্রযোজক ও অভিনেত্রীর মধ্যে এই বিতর্ক সীমা ছাড়ায়।
মজার মানুষ হিসেবে বেশ জনপ্রিয় শিল্পা শিন্ধে। সত্যিই যদি তিনি কংগ্রেসে যোগ দেন, তবে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন, এমন প্রত্যাশা অনেকের। সূত্র : বলিউড বাবল