ফের অনলাইনে আলো কাড়লেন নেহা

ডিজিটাল দুনিয়ায় যেন রানি বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর। এই সেদিন শিল্পী গজেন্দ্র ভার্মার জনপ্রিয় ‘তেরা ঘাটা’ নতুন করে গেয়ে অন্তর্জাল অনুরাগীদের নজর কেড়েছিলেন। এবার সংগীতশিল্পী-গীতিকার ভাই টনি কক্করের একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে রীতিমতো সব মনোযোগ টেনে নিলেন নিজের দিকে।
টনি কক্করের নতুন গানের নাম ‘কুছ কুছ’। করণ জোহরের বিখ্যাত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকেই এই শিরোনাম অনুপ্রাণিত। মিউজিক ভিডিওটি করা হয়েছে বিদ্যালয়ে পড়ুয়ার রোমান্স নিয়ে। যদিও কথা, সুর ও সংগীতে করণের ছবির সঙ্গে কোনো মিলই নেই।
টনির আবেদনময় কণ্ঠের সঙ্গে নেহা কক্কর ও প্রিয়াঙ্ক শর্মার নজরকাড়া ভঙ্গিই নতুন এই মিউজিক ভিডিওর মূল আকর্ষণ। আর নেহার কথা বলা বাহুল্য, অন্তর্জালে তাঁর উপস্থিতি মানেই ভাইরাল শব্দের আবির্ভাব।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্ক শর্মা একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলের পোশাক পরা। ক্লাসে নবাগত শিক্ষার্থী হিসেবে হঠাৎই নেহা কক্করের প্রবেশ। আর তাতে সবার এক দৃষ্টি নেহার দিকে। যদিও তিন মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর মাঝামাঝি সময়ে হাজির হন নেহা।
নেহা ও প্রিয়াঙ্ক ছাড়াও জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মেলভিন লুইসকে একঝলক দেখা গেছে।
বেশ কিছুদিন আগে খবরে প্রকাশ, সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী প্রিয়াঙ্কের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যাবে নেহাকে। সেই মিউজিক ভিডিও ‘কুছ কুছ’ প্রকাশিত হলো।
‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে নেহার ঝুলিতে। সম্প্রতি ‘সিম্বা’ সিনেমায় ব্যবহৃত নেহার ‘আঁখ মারে’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছে। সূত্র : ডিএনএ