পাকিস্তানি শিল্পীদের সব গান সরিয়ে দিল টি-সিরিজ

তিন বছর আগে জম্মু ও কাশ্মীরের উরি বেস ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সব অভিনেতা ও সংগীতশিল্পীকে নিষিদ্ধ করেছিল ভারত। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএসএন) হুমকির মুখে নির্মাতা-প্রযোজক করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করা ফাওয়াদ খানের অংশটি মুছে ফেলা হয়েছিল।
পরে উত্তেজনা প্রশমিত হলে ভারতের নির্মাতারা ধীরে ধীরে পাকিস্তানি গায়ক ও শিল্পীদের ডাকা শুরু করেন। কিন্তু গেল বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর নতুন করে নিষিদ্ধের মুখে পড়ছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রায় আড়াই হাজার জওয়ানের দলের মধ্যে একটি বাসকে ৩৫০ কেজি বিস্ফোরক ভরা একটি ট্যাঙ্কের সঙ্গে সংঘর্ষ ঘটানো হয়। পাকিস্তান সমর্থিত জইশ-ই-মোহাম্মদ এই আক্রমণের দায় স্বীকার করে। হামলার জন্য তারা ৩৫০ কেজি আইইডি বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করেছিল।
ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী বোমা হামলা চালান আদিল আহমাদ দার নামের এক ব্যক্তি। পুলওয়ামার ওই ন্যক্কারজনক হামলায় ৪০ জন সিআরপিএফ (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স) জওয়ানের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার এমএনএস ভারতের সব মিউজিক কোম্পানিকে আহ্বান জানায়, পাকিস্তানি গায়কদের সঙ্গে তারা যেন সব কাজ বন্ধ করে দেয়।
বার্তা সংস্থা পিটিআইকে এমএনএসের চিত্রপট সেনাপ্রধান অ্যামি খোপকার বলেন, ‘টি-সিরিজ, সনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিকসহ বেশ কয়েকটি মিউজিক কোম্পানির সঙ্গে আমরা মৌখিকভাবে যোগাযোগ করে বলেছি, পাকিস্তানি গায়কদের সঙ্গে যেন কাজ না করে তারা। শিগগিরই এই কোম্পানিগুলোর উচিত কাজ বন্ধ করা অথবা আমরা আমাদের মতো করে কার্যকর ব্যবস্থা নেব।’
এবার ভূষণ কুমারের টি-সিরিজ তাদের ইউটিউব চ্যানেল থেকে পাকিস্তানি সংগীতশিল্পীদের সব গান নামিয়ে ফেলল। সম্প্রতি এই সংস্থাটি বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান ও আতিফ ইসলামের সঙ্গে কাজ করে, কিন্তু এমএনএসের সতর্কতার পর তাঁদের গানও নামিয়ে ফেলল টি-সিরিজ।
পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও তাঁর গীতিকার স্বামী জাভেদ আখতার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় স্থগিত করার আহ্বান জানিয়েছেন। সূত্র : বলিউড বাবল