নিকের সাবেক প্রেমিকা কী বললেন প্রিয়াঙ্কাকে?

প্রিয়াঙ্কা চোপড়া এখন বৈশ্বিক আইকন। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের তারকা স্ট্যাটাস বজায় রেখে চলেছেন। মার্কিন টেলিভিশন শোতে অভিনয়ের পর ‘কোয়ান্টিকো’, ‘ইজ নট ইট রোমান্টিক’, ‘বেওয়াচ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন এ সুন্দরী। পশ্চিমের সবাই জানে, প্রিয়াঙ্কা চোপড়া আসলেই কে—কী দুর্দান্ত অভিনয়শিল্পী তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত অস্কার-পরবর্তী ভ্যানিটি ফেয়ার পার্টিতে যোগ দিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। বিবাহিত যুগল হিসেবে প্রথমবারের মতো তাঁরা ওয়ালিস অ্যানেনবার্গ সেন্টারে অস্কার-পরবর্তী পার্টিতে যোগ দেন। প্রিয়াঙ্কা পরেন ইলি সাব ব্র্যান্ডের কালো গাউনের সঙ্গে স্কার্ট। আর নিক পরেন নীল রঙের টাক্সেডো ও কালো টাই।
কালো পোশাকে অসাধারণ লাগছে প্রিয়াঙ্কা চোপড়াকে। সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ারের পর হাত ঘুরছে ভক্তদের। আর জানেন, প্রিয়াঙ্কার ছবিতে কে মন্তব্য করেছেন? তিনি আর কেউ নন, বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস!
ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার মেকআপ শিল্পী প্যাটি ডাবরোফ সেই ছবি শেয়ার দিয়েছেন। সেখানেই নিক জোনাসের সাবেক প্রেমিকা ‘নাথিং ব্রেকস লাইক এ হার্ট’ শিল্পী মন্তব্য করেছেন, ‘অনন্য! ভালোবাসা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন নীলরঙা হৃদয়ের ইমোকন।
অস্কার-পরবর্তী ভ্যানিটি ফেয়ার পার্টিতে প্রিয়াঙ্কা-নিক। ছবি : সংগৃহীত
একসময় চুটিয়ে প্রেম করেছেন দুই সংগীতশিল্পী মাইলি সাইরাস ও নিক জোনাস। ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আর এখন অভিনেতা লিয়াম হেমসওর্থের সঙ্গে সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন মাইলি।
গত ডিসেম্বরে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের রাজকীয় বিয়ের পর প্রায় তিন মাস হতে চললেও এখনো আলোচনা একটুও থামায়নি বিশ্ব। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে আয়োজিত বিয়ের ছবিগুলো অন্তর্জালে ঝড় তুলেছিল। সামাজিক মাধ্যমে যে ছবি বা ভিডিওই প্রকাশিত হোক, ভাইরাল হবেই।
প্রকাশ্যে ভালোবাসা জানাতে কখনোই কার্পণ্য করেন না নিকইয়াঙ্কা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অসংখ্য অন্তরঙ্গ ছবি আছে এ যুগলের। অস্কার-পরবর্তী পার্টিতেও তাঁরা ছিলেন হাস্যোজ্জ্বল। ভেংচি কেটেছেন একে অপরকে।
মাত্র কয়েক মাস প্রেমের পর গত ১ ও ২ ডিসেম্বর হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় প্রিয়াঙ্কা ও নিকের। সেই থেকে তাঁরা ভক্তদের দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক রোমান্স। সূত্র : বলিউড বাবল