জানেন, কোন নারীকে সবচেয়ে বেশি ফলো করা হয়?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/26/photo-1551200182.jpg)
আপনি কি জানেন, ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে কোন নারীকে সবচেয়ে বেশি অনুসরণ করে এই গ্রহের মানুষ?
হ্যাঁ, এক তারকাকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছেন আরেক তারকা, তিনি হলেন মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।
এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা নারী ছিলেন মার্কিন গায়িকা, অভিনেত্রী সেলেনা গোমেজ। তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১৪৬.২ মিলিয়ন। সেলেনাকে টপকে পপতারকা আরিয়ানা গ্রান্ডের ফলোয়ারের সংখ্যা এখন ১৪৬.৩ মিলিয়ন।
দুই গায়িকাকেই টপকে শীর্ষস্থানে রয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের অক্টোবরে সেলেনা গোমেজকে টপকে ইনস্টাগ্রামে ‘মোস্ট-ফলোড পারসন’ হন রোনালদো।
গেল চার মাসে ১৩ মিলিয়ন নতুন ইনস্টাগ্রাম ফলোয়ার যোগ হয়েছে আরিয়ানা গ্রান্ডের অ্যাকাউন্টে। এই মাধ্যমে বেশ সক্রিয় তিনি।
গত বছরের অক্টোবরে ইনস্টাগ্রাম থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন সেলেনা গোমেজ। শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে ভেঙে পড়ায় পুনর্বাসনকেন্দ্রে যেতে হয়েছিল এই তারকাকে। সূত্র : হিন্দুস্তান টাইমস